বুঝতে পারছি ! youtube google চ্যাট জিপিটি থেকে শেখা সম্ভব না এটি বলা ঠিক না। নিজের প্রচেষ্টা থাকলে অবশ্যই তা শেখা সম্ভব। কারণ বর্তমান সময়ে ইউটিউব এবং গুগলে থাকা আর্টিকেলে সকল ধরনের সমাধান রয়েছে। শুধুমাত্র একটু সময় ব্যয় করে রিসার্চ করে ভালো কনটেন্টগুলো খুজে বের করাটাই মূল বিষয়। তবে যদি কারো থেকে কোন বিষয় জানা সম্ভব হয় তাহলে শর্টকাটে একটি জিনিস শেখা যায়। তবে আমি মনে করি যদি কেউ তার নিজের প্রচেষ্টায় সময় ব্যয় করে নিজের রিসার্চ করে কোন কিছু শিখতে শুরু করে আর সেই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে সেই সবচাইতে বড় সাকসেস পায়। আপনি যে সময়ের কথা বলতেছেন সেই সময়ে ইউটিউব বা গুগলে প্রোগ্রামিং বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যেত না আর বাংলাদেশে তেমন কেউ ছিল না যে কোর্স করাবে বা কাউকে হেল্প করবে। আপনি তো আপনার নিজের প্রচেষ্টাতেই সেই সময় কোডিং শিখেছিলেন। আমি কোড এডিটর হিসেবে visual studio এবং sublime text এই দুইটাই ব্যবহার করেছি অন্যগুলো ব্যবহার করার অভিজ্ঞতা আমার তেমন নাই। বেশ কিছুদিন যাবত খুব ব্যস্ত সময় কাটাচ্ছে তাই Rust নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে না। আমি প্রফেশনালি নিজের ক্যারিয়ার গড়ার জন্য data science এর দিকে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। এবং ইউরোপের কোন দেশে যাওয়ার চেষ্টা করতেছি এই ডিপার্টমেন্টে পড়ার জন্য। দেখি আল্লাহ কপালে কি রাখে।
Ai এর কল্যাণে এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে। আমি বলিনি YouTube ,Google ,Chatgpt এর মাধ্যমে শেখা যাবে না। তবে প্রফেশনাল হতে হলে অবশ্যই প্রফেশনাল কারো কাছেই যেতে হবে। হাতে কলমের ব্যাপার ভাই আলাদা। আমার নিজের ২ টা প্রোগ্রামিং কোর্স হয় প্রতি বছর। তবে সবচেয়ে বড়ো কথা নিজের মধ্যে প্রবল ইচ্ছা থাকতে হবে শেখার। সবার আগে নিজের ইচ্ছাশক্তি। আমি অসুস্থ + ক্লাসে আছি নাহলে আরো বিস্তারিতভাবে বলতে পারতাম। ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলাপ করবো অতি তারাতারি।