Rust কোডিং করার জন্য কোন code editor সফটওয়্যার ব্যবহার করছেন ? visual studio তে এটা সাপোর্ট করে ?আর এটি শেখার জন্য আপনিকি শুধুমাত্র google বা Chatgpt বা YouTube ইউজ করছেন নাকি আপনি শেখার জন্য কোন ধরনের কোর্স করছেন ? ভবিষ্যতের দিনগুলোতে এটির গুরুত্ব অনেক বেড়ে যাবে তাই এখন এটি শেখাটা অনেক ভালো সিদ্ধান্ত তাতে মার্কেটপ্লেসে ভালো কিছু করা যেতে পারে। আমি রিসেন্টলি CSE কমপ্লিট করেছি আর কোডিং বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও Rust শিখবো তাই সোর্সগুলো শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন
Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন। বেষ্ট কয়েকটি এডিটর হলো
- JetBrains CLion
- IntelliJ IDEA (With Rust Plugin)
- Neovim
- Sublime Text
আমি শেখার জন্য কোনো কোর্স করিনি। আমি একসময় প্রফেশনাল কোডার ছিলাম বাংলাদেশে ২০১২-২০১৬ পর্যন্ত যতো কমিউনিটি সাইট ছিলো সবগুলাতেই আমার করা কিছু না কিছু কোড আছে। প্রফেশন হিসাবে নিতে চাইলে ইউটিউব, গুগল, চ্যাটিজিপিটি দিয়ে কিছু হবেনা। প্রফেশনাল কারো থেকে কাজ শিখতে হবে।
বুঝতে পারছি ! youtube google চ্যাট জিপিটি থেকে শেখা সম্ভব না এটি বলা ঠিক না। নিজের প্রচেষ্টা থাকলে অবশ্যই তা শেখা সম্ভব। কারণ বর্তমান সময়ে ইউটিউব এবং গুগলে থাকা আর্টিকেলে সকল ধরনের সমাধান রয়েছে। শুধুমাত্র একটু সময় ব্যয় করে রিসার্চ করে ভালো কনটেন্টগুলো খুজে বের করাটাই মূল বিষয়। তবে যদি কারো থেকে কোন বিষয় জানা সম্ভব হয় তাহলে শর্টকাটে একটি জিনিস শেখা যায়। তবে আমি মনে করি যদি কেউ তার নিজের প্রচেষ্টায় সময় ব্যয় করে নিজের রিসার্চ করে কোন কিছু শিখতে শুরু করে আর সেই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে সেই সবচাইতে বড় সাকসেস পায়। আপনি যে সময়ের কথা বলতেছেন সেই সময়ে ইউটিউব বা গুগলে প্রোগ্রামিং বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যেত না আর বাংলাদেশে তেমন কেউ ছিল না যে কোর্স করাবে বা কাউকে হেল্প করবে। আপনি তো আপনার নিজের প্রচেষ্টাতেই সেই সময় কোডিং শিখেছিলেন। আমি কোড এডিটর হিসেবে visual studio এবং sublime text এই দুইটাই ব্যবহার করেছি অন্যগুলো ব্যবহার করার অভিজ্ঞতা আমার তেমন নাই। বেশ কিছুদিন যাবত খুব ব্যস্ত সময় কাটাচ্ছে তাই Rust নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে না। আমি প্রফেশনালি নিজের ক্যারিয়ার গড়ার জন্য data science এর দিকে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। এবং ইউরোপের কোন দেশে যাওয়ার চেষ্টা করতেছি এই ডিপার্টমেন্টে পড়ার জন্য। দেখি আল্লাহ কপালে কি রাখে।
আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।
নারে ভাই খেপা খেপির কিছু নাই। ফোরাম আমার ব্যক্তিগত সম্পত্তি না। কেউ মেরিট অ্যাবিউজ করে একাধিক অ্যাকাউন্ট বড় করলেও আমার কোন লাভ নেই আবার তারা এইসব নিয়ে বিপদে পড়লেও আমার কোন লাভ নেই আবার কোন ক্ষতি নেই। কার সম্পদকে কতটা সেফি করে রাখবে সেটা তার ব্যক্তিগত বিষয়। তাদেরকে শুধুমাত্র একটি ভালো উপদেশ দিচ্ছি তবে যদি সেগুলো না শুনে তাহলে তো আর কিছু করার নেই। এটুকু বলতাম না যদি তাদের এই কর্মকাণ্ড নিয়ে গ্লোবালে কথা না হতো। এটা যদি শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমার কোন মাথা ব্যাথা ছিল না তবে তাদের জন্য আমরাও কোথাও সম্মান পাচ্ছি না। এই কারণেই একটু বলা।
LM নিয়মিত ক্যাম্পেন নিয়ে আসতেছে , অপরদিকে Royse এবং Hhampuz বাঙ্গালীদের ভালই একসেপ্ট করে তাদের ক্যাম্পেন গুলোতে। তারপরও যদি আমরা দুর্নীতির আশ্রয় নেই তাহলে আর কিছুদিন পরে এরাও বাংলাদেশী ইউজারদের এভয়েড করে চলবে। তখন কি হবে ! এরকম চলতে থাকলে তারা অবশ্যই বাংলাদেশি ইউজারদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে না পারে তাহলে কেউ একটিভ থাকবে না। যে যায় বলুক সবার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে ইনকাম করা। এ কারণেই তাদেরকে সতর্ক করতেছি যেন তারাও বাঁচে তার পাশাপাশি আমরা একটু বাঁচি। তা না হলে সবাই গলাগলি ধরে ফোরাম ত্যাগ করতে হবে।