Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 04/11/2024, 19:02:27 UTC

Hemi Network Testnet : এই প্রজেক্টি পয়েন্ট সিস্টেম ব্যবহার করতেছে এবং Leaderboard এর সর্বোচ্চতে পৌছাইতে সময় কম লাগবে। কেননা এটি ফার্মিং কেউ করতেছে নাহ, তাই সকলকে বলবো যে প্রতিদিনের task গুলো কইরেন। কারণ mainnet এ যাওয়ার পর টোকেন লিস্টিং কিংবা TGE হবে। হয়তো Liquidity/TVL এর জন্য মেইননেটে কিছু সময় পয়েন্ট ফার্মিং চালু রাখবে।

→ Twitter Thread: https://twitter.com/officialbitbyte/status/1839359214155866418
→ Blog: https://bitbytecrypto.medium.com/hemi-network-incentivized-testnet-step-by-step-tutorial-701437acb3f0

Hemi Testnet নিয়ে এর আগে পোস্ট দিয়েছিলাম এবং টিম যেহুতু ethereum sepolia testnet এর গ্যাস ফি বেশি হওয়াতে bridging টাস্কগুলো বাদ দিয়েছে । তাই আমরা এখন চাইলেও বেশি পয়েন্ট পাবো নাহ , কিন্তু Hemi testnet এর swap টাস্কগুলো এখনো রয়েছে। তাই আপনারা সেটি প্রতিদিন সম্পন্ন করে রাখেন । এতে আপনাদের পয়েন্ট অল্প অল্প করে বাড়বে এবং আপনাদের রাঙ্কও বাড়বে ।


এখন আসি কিছু আপডেট নিয়ে:
→ Debank নতুন non-sybil badge লঞ্চ করেছে, যারা Mode Airdrop পেয়েছেন
→ Plume Network এর টেস্টনেট নিয়ে পোস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু টিম তার আগেই টেস্টনেট সমাপ্ত করে। যাইহোক বিস্তারিত পোস্ট নাহ করলেও টেলিগ্রামে আমি সবাইকে এটির টেস্টনেটে অংশগ্রহণ করতে বলেছিলাম। এটির কিছু নতুন টাস্ক এসেছে, যেগুলো সম্পন্ন করলে ১০,০০০ miles পাওয়া যাবে এবং game night এ অংশগ্রহণ করে $১৫০ এর পুরস্কার জিতার সুযোগ।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1853075089216180288

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।