এখন এই বোর্ডের অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি এখন কোন কয়েনে বিনিয়োগ করলে সেরা হবে নাকি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার আগে বিনিয়োগের সেরা সময় ছিল।
এখনো কি বিনিয়োগের সেরা সময় রয়েছে?
মার্কেট যখন আপ ট্রেন্ড এ থাকে, তখন বিনিয়োগ করার সময় না। যদিও বেশিরভাগ নতুন ইনভেষ্টর রা এটাই করে থাকে। এই যেমন ধরেন আপনি, বিটকয়েনের প্রাইস বাড়ছে দেখে বিনিয়োগ করার প্ল্যান করা শুরু করেছেন। এরকম বেশিরভাগ নতুনরাই করে থাকে। যে কারনে মার্কেট আপট্রেন্ড এ গেলে আরো আপ হতে থাকে। আবার একই আপনি মার্কেট যখন ক্রাশ করবে, তখন প্রশ্ন করবেন সেল করে দিবেন নাকি। কিন্তু যারা হোল্ডার, তারা প্ল্যান করছে যে বিটকয়েন ৮০ হাজারে গেলে তারা সেল করবে। যখন কারেকশন আসবে, তখন আবার তারা বাই করবে। যাই হোক, সোজা উত্তর হচ্ছে, নিজের টাকা খরচ করে মুহুর্তে মার্কেটে ঢুকার কোনো দরকার নাই।
মার্কেটে পুরো মুভমেন্ট টা এসেছে মূলত আমেরিকার ইলেকশনের জন্য। যেহেতু ট্রাম্প কে বিটকয়েনের জন্য পজিটিভ মনে করা হচ্ছে, ট্রাম্প যতো বেশি সিট গুলো জিতছে, বিটকয়েন ততো বেশি পাম্প করতে থাকবে। রেজাল্ট এ গিয়ে দেখা যাবে বিটকয়েন আসলে কোন দিকে মুভ করবে। আপাতত কেউ বাই করার প্ল্যান না করাই ভালো হবে মনে হচ্ছে।