এখন এই বোর্ডের অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি এখন কোন কয়েনে বিনিয়োগ করলে সেরা হবে নাকি বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়ার আগে বিনিয়োগের সেরা সময় ছিল। এখনো কি বিনিয়োগের সেরা সময় রয়েছে?
এটা খুবই ভালো যে WW ভাই আপনি বিটকয়েনে বিনিয়োগ করেছেন। আসলে ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে বিশ্বস্ত কয়েন হলো বিটকয়েন।
এখন ভাই বিনিয়োগ সবাই করতে পারে কিন্তু সবাই দীর্ঘদিন হোল্ড করতে পারে না। বিটকয়েনে বিনিয়োগ করতে হলে প্রথমে পরিকল্পনা থাকতে হবে দীর্ঘদিন হোল্ড করা, কারন যদি কেউ বিটকয়েনে বিনিয়োগ করে দীর্ঘদিন হোল্ড করতে না পারে, তাহলে দেখা যাবে সে মার্কেট কিছুটা ডাউন হলে আতঙ্কিত হয়ে লোকসানে বিক্রি করতে বাধ্য হতে পারে। বিটকয়েনে বিনিয়োগ করতে চাইলে আপনি যেকোন সময় বিনিয়োগ করতে পারেন কিন্তু পরিকল্পনা থাকতে হবে লং টাইম হোল্ড করা। উদাহরণ হিসেবে যদি কেউ ২০২১ সালে ৬৯ হাজার ডলারেও বিনিয়োগ করে থাকে এখন কিন্তু সে প্রফিটে রয়েছে, আশা করি আগামীবছর আরও বেশি প্রফিট করতে পারবে। এখন বিটকয়েনে বিনিয়োগ করতে হলে ইনকাম থেকে যতটা হারাতে পারেন ততটুকুই বিনিয়োগ করুন, হারানোর সামর্থ্যর চেয়ে বিনিয়োগ করা কখনোই উচিত নয়।