যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।
বন্ধু রিয়েল লাইফে বিজনেস তোমাকে দিয়ে হবেনা আমাকে দিয়েও হবেনা যার প্রমান আমরা বারবার পাইছি। তোমার তো তাও ভার্চুয়ালে ভালো অবস্থান আছে। ২০২১ এর শেষের দিকে যে আমার ডাউনফল শুরু হইছে ভার্চুয়াল এ আর তো স্টেবল হতে পারলাম না। একের পর এক অসুস্থতায় আমার ক্যারিয়ার লাইফ সব ধ্বংস। এখন আপাতত যতো দ্রুত এই দেশ ছেঁড়ে পালাতে পারি সেটাই হয়তো আমার জন্য ভালো হবে। জানিনা কপালে কি আছে। আল্লাহর কাছে একটা সুন্দর শান্তিময় জীবন চাই আর কিছুই চাই না।