Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 09/11/2024, 09:39:07 UTC
যাই হোক অবস্থান পরিবর্তন করতেছেন আশা করি আপনার বিজনেসে আপনি সাকসেসফুল হবেন সেইসাথে আপনাকে বলব একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি যেসব পণ্য সেলিং করবেন বা যে সব সার্ভিস দিবেন সেগুলোর পোস্ট শেয়ার করুন।
অবশ্যই  বর্তমান সময়ে নিজের সব জিনিস ট্রেন্ডে রয়েছে সেগুলো সেল করার চেষ্টা করবেন। আমি বিজনেসের এতকিছু বুঝি না তবে এগুলো ট্রাই করে দেখতে পারেন কারণ আমি স্বচক্ষে দেখেছি একবারে জিরো থেকে কোটি টাকার রেভিনিউ জেনারেট করতে পারে।
আমার সমস্যা হচ্ছে লোকেশন নিয়ে। আমি মূলত গ্রাম এলাকায় থাকি। আর আমি যেই দোকান নিয়েছি, সেগুলো গ্রামে খুব কমই চলে। যাদের আগে থেকেই দোকান আছে, তাদের দোকান মোটামোটি রানিং আছে। এর পেছনের কারণ হলো, গ্রামের মানুষ সব সময় তাদের পূর্ব পরিচিত দোকান থেকেই মালামাল কিনতে পছন্দ করে। বাড়ি থেকেই প্ল্যান করে যায় যে বাজারে গিয়ে ওই দোকানে যাবো। সেটা বন্ধ থাকলেই কেবল অন্য দোকানে যায়। তো আমি চাচ্ছিলাম ছোট বাজার থেকে মুভ করে বড় বাজারে যেতে। সেখানে দোকানের ভাড়াও বেশি, এডভান্স ও বেশি, আবার অন্যান্য সকল খরচ তো আছেই। যাই হোক, চেষ্টা করে দেখি কি করা যায়।
যেহেতু আপনার বর্তমানে জায়গা নিয়ে সমস্যা হচ্ছে তাই আপনাকে বলব আপনি আপনার বিজনেসকে ডিজিটালাইজ করে ফেলুন ওই যে যেমন একটি ফেসবুক পেজ করলেন এবং সেখানে নিত্যনতুন যেসব প্রোডাক্ট রয়েছে এবং সেগুলোর কি কি বেনিফিট রয়েছে যা আপনাকে একটি প্রোডাকশন করতে হলে সেলারের সামনে বলতে হয় সেগুলো ক্যাপশন হিসেবে দিয়ে পোস্ট করুন রেগুলার করতে থাকুন।
ইভেন আপনি যদি ভালো একটা কোথাও বড় মার্কেটপ্লেসে থাকেন সেখানেও একই কাজ করুন আর ডেলিভারি শুরু বাংলাদেশে এখন অনেক কুরিয়ার কোম্পানি বের হয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন আপনার লোকেশন এসে নিয়ে যাবে। আমি আমার বন্ধুদের দেখি ওরা নানান কিছু যেমন জুতা থেকে শুরু করে ফোনের চার্জার এবং এয়ারপড সকল কিছু অনলাইন থেকে অর্ডার করে।
আমারও নিজের ইচ্ছা আছে এই অনলাইন থেকে যা কামাই সেখান থেকে একটা বিজনেস স্টার্ট করার কিন্তু আমি মূলত অনেক অলস টাইপের লোক এই অনলাইনের কাজ করতে করতে দেখা যায় যে সময় সব শেষ হয়ে যায় আর ফলে দেখা যায় অন্য কোন কাজে টাইম দিতে পারছি না।  তাছাড়া সামনে বাকি পড়াশোনা গুলো শেষ করার জন্য আরেকটা মিশন চালু করব তাই এখন ভাবতেছি যে পড়াশোনা শেষ করি একবারে বিজনেস গুলোর স্টার্টিং করবো তা না হলে এতগুলো সেক্টর আমি একা হ্যান্ডেল করতে পারবো না।