Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 09/11/2024, 04:16:13 UTC
কিন্তু ভাই আমি এখন যে বিনিয়োগ গুলা করি সেগুলো দীর্ঘ সময়ের জন্যই কারণ এখন আমার পিছুটান নেই বললেই চলে আমি এখন নিজে টিউশন করিয়ে চলি আমার দেখা যায় যে টিউশন করিয়া যে টাকা পাই সেটা দিয়ে আমার খুব সুন্দর ভাবে চলে যায় বাসা ভাড়া এবং আমার ভার্সিটির টুকটাক যে সব খরচ সব সুন্দরভাবেই চালাতে পারি সেজন্য ভাই এখন আমার এয়ারড্রপ থেকে যে ইনকাম আসে বা আমি এসিও করার মাধ্যমে যে টাকা ইনকাম করি এই টাকাগুলো আমার জমানো থাকে সেজন্য ভাই আমি ডলার বসিয়ে না রেখে অল্প অল্প করে কিছু কিছু বিনিয়োগ করার চেষ্টা করি ভাই।
জেনে ভালো লাগলো যে আপনি ছাত্র থাকা অবস্থাতেই টিউশন করে নিজের খরচের পাশাপাশি অন্য কাজ করেও টাকা জমাচ্ছেন। ইনভেস্টমেন্ট এর যায়গায় আসলে কাউকেই সাজেশন দেয়া ঠিক না। কারণ ইনভেস্টমেন্ট মানেই লাভ/লস। যেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে লস হওয়ার সম্ভাবনাও আছে। আজকে আমার সাজেশনে কেউ কোনো কয়েনে ইনভেস্ট করে সামনের মাসে লসে ঢুকে গেলে সেটার জন্য আমাকে ব্লেইম করতেই পারে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ক্রিপ্টো মার্কেটে একেবারে নতুন না। তো, আশা করি কোথায় ইনভেস্ট করা উচিৎ, আর কোথায় করা উচিৎ না, সেটা আপনি অলরেডি বুঝতে পারেন।

বন্ধু রিয়েল লাইফে বিজনেস তোমাকে দিয়ে হবেনা আমাকে দিয়েও হবেনা যার প্রমান আমরা বারবার পাইছি। তোমার তো তাও ভার্চুয়ালে ভালো অবস্থান আছে। ২০২১ এর শেষের দিকে যে আমার ডাউনফল শুরু হইছে ভার্চুয়াল এ আর তো স্টেবল হতে পারলাম না। একের পর এক অসুস্থতায় আমার ক্যারিয়ার লাইফ সব ধ্বংস। এখন আপাতত যতো দ্রুত এই দেশ ছেঁড়ে পালাতে পারি সেটাই হয়তো আমার জন্য ভালো হবে। জানিনা কপালে কি আছে। আল্লাহর কাছে একটা সুন্দর শান্তিময় জীবন চাই আর কিছুই চাই না।
এটা হবে আমার ৩য় এবং শেষ চেষ্টা। এরপর আর এসবে আগাবো না। তবে রিয়েল লাইফ বিজনেস যদি না দাড় করাতে পারি, তাহলে সারাজীবন এভাবেই একটা আশংকার মধ্যে কাটাতে হবে। অনলাইন ইনকাম কোনোটাই চিরকাল থাকবে না। মার্কেট প্লেস এ আমার কোনো একাউন্ট নাই যেখান থেকে আমি নিয়মিত ক্লাইন্ট পাবো। ফোরামের সিগন্যাচার সারাজীবন থাকবে না। বা অনলাইন জব সারা জীবন করা যাবে না। আমিও যদি শেষ অব্দি কিছু না করে উঠতে পারি, তাহলে তোমার মতোই করতে হবে।

যাই হোক অবস্থান পরিবর্তন করতেছেন আশা করি আপনার বিজনেসে আপনি সাকসেসফুল হবেন সেইসাথে আপনাকে বলব একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি যেসব পণ্য সেলিং করবেন বা যে সব সার্ভিস দিবেন সেগুলোর পোস্ট শেয়ার করুন।
অবশ্যই  বর্তমান সময়ে নিজের সব জিনিস ট্রেন্ডে রয়েছে সেগুলো সেল করার চেষ্টা করবেন। আমি বিজনেসের এতকিছু বুঝি না তবে এগুলো ট্রাই করে দেখতে পারেন কারণ আমি স্বচক্ষে দেখেছি একবারে জিরো থেকে কোটি টাকার রেভিনিউ জেনারেট করতে পারে।
আমার সমস্যা হচ্ছে লোকেশন নিয়ে। আমি মূলত গ্রাম এলাকায় থাকি। আর আমি যেই দোকান নিয়েছি, সেগুলো গ্রামে খুব কমই চলে। যাদের আগে থেকেই দোকান আছে, তাদের দোকান মোটামোটি রানিং আছে। এর পেছনের কারণ হলো, গ্রামের মানুষ সব সময় তাদের পূর্ব পরিচিত দোকান থেকেই মালামাল কিনতে পছন্দ করে। বাড়ি থেকেই প্ল্যান করে যায় যে বাজারে গিয়ে ওই দোকানে যাবো। সেটা বন্ধ থাকলেই কেবল অন্য দোকানে যায়। তো আমি চাচ্ছিলাম ছোট বাজার থেকে মুভ করে বড় বাজারে যেতে। সেখানে দোকানের ভাড়াও বেশি, এডভান্স ও বেশি, আবার অন্যান্য সকল খরচ তো আছেই। যাই হোক, চেষ্টা করে দেখি কি করা যায়।