যদিও প্রতিদিন আপডেট এখানেও পোষ্ট করার চেষ্টা থাকে, কিন্ত গত কিছুদিন কম্পিউটারে বসি নাই। তার উপর macbook এ avro keyboard ব্যবহার করতে গেলেও "National ( Jatiyo )" লেআউটটা নাই। আর আমি ওই লেআউটটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই গত কিছুদিন টুইটার ও টেলিগ্রাম পোষ্ট করলেও এখানে আপনাদের জন্য পোষ্ট করা হয়নি। যাইহোক আজকে কিছু আপডেট/হালনাগাদ নিয়ে চলে আসলাম। যারা এয়ারড্রপ করতেছেন, তাদের কাজে লাগবে।
Lumoz $esMOZ Airdrop - টেস্টনেট ব্যবহারকারী এবং কিছু L1 ইকোসিস্টেমের ব্যবহারকারীদের জন্য
এটির যখন টেস্টনেট চলতেছিলো, তখন আমি নিজে সকলের জন্য শেয়ার করি নাই। কিন্তু যারা এটির টেস্টনেট করেছিল, তারা ভালো টোকেন এয়ারড্রপ পেয়েছে। কারণ ১:১ অনুপাতে পয়েন্টকে টোকেনেকে রূপান্তর করা হয়েছে এবং তার সাথে আবার বুস্টিংও রয়েছে।
যাইহোক এটির টেস্টনেট নাহ করলেও, যারা Ethereum, Aptos, Sui ইত্যাদি ইকোসিস্টেমের ব্যবহারকারী রয়েছেন, তারা নিজেদের ওয়ালেট কানেক্ট করে দেখেন। ৬ই ডিসেম্বর শেষ সময় ওয়ালেট কানেক্ট করে দেখার যে, আপনারা ওসব ইকোসিস্টেমে ব্যবহারকারী হিসেবে $esMOZ এয়ারড্রপ পাবেন কি নাহ।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, $esMOZ টোকেনটিকে ভেস্টিং করতে হবে এবং বিভিন্ন ভেস্টিং সময় ও টোকেন রূপান্তরের অনুপাত রয়েছে। $esMOZ কে $MOZ টোকেনে রূপান্তর করার পরই সেটি বিক্রি করতে পারবেন।
বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1854833767887913419
Hemi Testnet এ এখনো যোগদান করা যাবে এবং দুইটি টাস্ক যেমন swap ও create capsule প্রতিদিন/সপ্তাহে সম্পন্ন করলে পয়েন্ট পাবেন। অনেকেই এটিতে সময় দিতেছে নাহ, কারণ সহজেই বেশি পয়েন্ট পাওয়া যায় নাহ। তাই সকলকে বলবো যে, এটিতে অংশগ্রহণ করতে এবং পয়েন্ট সংগ্রহ করতে।
Hemi Network এর কিছু Galxe Quest রয়েছে, যদি আপনারা সেগুলো এখনো সম্পন্ন করে নাহ থাকেন। তাহলে আপনারা সেগুলো সম্পন্ন করে পয়েন্ট সংগ্রহ করুন।
Vanilla Finance টেলিগ্রাম বটে CONE ব্যবহার করে, শুধুমাত্র option ট্রেডিং করেন। আর লেভেল বাড়ান, কেননা আপনার লেভেল যত বেশি হবে তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত এখানে:
https://t.me/bitbytecrypto_ann/1396Vanilla Finance এর টেলিগ্রাম বট ব্যবহার করে CONE ট্রেডিং এর কথা বলেছিলাম। যারা এতদিন দিনে একবার হলেও ট্রেড করেছেন, আশা করি তাদের ইতিমধ্যে Cart Level অনেক বৃদ্ধি হয়েছে। Vanilla টেলিগ্রাম বটটির অনেকগুলো আপডেট এসেছিলো, আর সর্বশেষ আপডেটের পর টিম Airdrop/TGE এর বিষয়টি কিছুটা প্রকাশ করেছে এবং cart level আরও সহজ করেছে।
→ এখন থেকে আপনারা প্রতিদিনের Check-in করার মাধ্যমে Sugar ফ্রিতে পাবেন, যেটি আগে mainnet কিংবা আসল অর্থ দিয়ে ট্রেড করলেই পাওয়া যেত। আর Sugar ব্যবহার করে, আপনারা সহজেই cart level up করতে পারবেন।
→ আপনার এয়ারড্রপের পরিমাণ নির্ভর করবে আপনার cart level এর উপর। তাই যারা এখনো Join করেননি, তারা যোগদান করে টেস্টনেটে ট্রেড করুন এবং cart level বৃদ্ধি করেন।
বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1855298484506862047বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।