Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 10/11/2024, 00:55:57 UTC
যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।

আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম! বাট সেটা আর করা হয় না কোনো না কোনো ভাবে টাকা এদিক সেদিক হয়ে যায়। আর যদি কিছু জমানো টাকা দিয়ে বিটকয়েন হোল্ডও করে রাখি তাহলে সেটাও ১ বছর হওয়ার আগেই কোনো এক ইমারজেন্সির জন্য ভাঙা লাগে। আমাদের মধ্যে কজনই বা পাক্কা হোল্ডার আছে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১০কে ছিলো, তখন থেকে ভাবতেছিলাম হোল্ড করবো, বাট করা হয়নি।

বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?

আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin