আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম! বাট সেটা আর করা হয় না কোনো না কোনো ভাবে টাকা এদিক সেদিক হয়ে যায়। আর যদি কিছু জমানো টাকা দিয়ে বিটকয়েন হোল্ডও করে রাখি তাহলে সেটাও ১ বছর হওয়ার আগেই কোনো এক ইমারজেন্সির জন্য ভাঙা লাগে। আমাদের মধ্যে কজনই বা পাক্কা হোল্ডার আছে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১০কে ছিলো, তখন থেকে ভাবতেছিলাম হোল্ড করবো, বাট করা হয়নি।
বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?
আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।

ভাই এটা শুধু আপনি নন আমরা মানুষ মাত্রই এমন চিন্তা ভাবনা করে থাকি। দেখবেন শুধু বিটকয়েনে বিনিয়োগ নয় যে কোন কিছুই করতে চাইলে, যদি কোন কারণবশতে করতে না পারি। তাহলে যদি সেই কাজে লাভের সম্ভাবনা দেখি বা অন্যলোকের লাভ হইতাছে, তখন দেখবেন আমাদের আফসোস লাগবে কেন জিনিসটা করলাম না। পক্ষান্তরে যদি ওই কাজে লসের সম্ভাবনা থাকে বা অন্যলোকেদের লস হইতাছে তখন আবার ভালো লাগবে যে ওই কাজটি না করেই ভালো হয়েছে।
আমাদের আফসোস তো হবেই দেখলাম বিটকয়েন ৭৭ হাজার ডলার ছাড়িয়ে গেছিলো, সামনে আরও বাড়বে তখন আরও আফসোস হবে। যাইহোক, আমার কিছু হোল্ড করা আছে, যদিও খুবই সামান্য।
এই বিষয়ে শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি মুরগীর ফার্ম করছেন। এটা আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু আমাদের বাড়িতে যায়গা খুবই কম, পরিকল্পনা আছে রাস্তায় সাথে আমাদের ভালো জমি আছে সেখানে বাড়ি নিবো এর পর ফার্ম করবো। এছাড়া অর্থের সংকট আছে কিছু। ইনশাআল্লাহ ভবিষ্যতে যথাসাধ্য চেষ্টা করবো মুরগীর ফার্ম করার। আপনার জন্য শুভকামনা ভাই।