বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?
লাভ লস সব ব্যাবসাতেই আছে। মূলত আমার সেল এর চাইতে খরচ বেশি। যে কারনে আমি প্রতি মাসেই লস করতেছি। যেমন ধরেন, আমার এই গ্রামের বাজারে সেল আসে মাসে ৩০ হাজার টাকার মতো, যেটার লাভ ৩ থেকে ৪ হাজার টাকার বেশি না। অথচ প্রতি মাসেই আমার দোকানের ১০ হাজার টাকা খরচ আছে + আমার নিজের পরিশ্রম এবং সময়। দোকান গ্রামে বলেই এই অবস্থা হচ্ছে বলে আমার মনে হয়। কালকে সারাদিন অনেক বেশি ব্যাস্ত ছিলাম এগুলো নিয়েই।
ছোট বাজার থেকে দোকান সরিয়ে নিয়ে বড় বাজারে বসার চেষ্টা করতেছি। গতকাল দোকান মালিকের সাথে আলাপ আলোচনা এবং ডিড করতে গিয়েই এক প্রকার সারা সন্ধ্যা শেষ হয়েছে। ফাইনালি সব কিছু ঠিক থাকলে এই মাসেই দোকান সেখানে মুভ করে ফেলবো। আর আমার ফোরামের একটিভিটি কিছুদিন একদমই কম হবে সম্ভবত।