এটি নিয়ে এখানে পোস্ট করা হইনি, কিন্তু আমার গ্রুপে এটি নিয়ে অনেকবার বলেসিলাম। যারা ট্রেড করেছিল, তারা অনেকে ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছে। যাইহক যদি এখানের কেউ এটিতে অংশগ্রহণ করে থাকেন, তাহলে নিজেদের Aptos ওয়ালেট চেক দিয়েন।
টকেনটির মোট সাপ্লাই মাত্র ১০০ মিলিয়ন কিন্তু টোকেনের বর্তমান মূল্য মাত্র $০.২৭ কিংবা এর থেকে কম। আমার বেক্তিগত মতামত হলো টোকেনটির মূল্য আরও বাড়বে, তাই যারা রিস্ক নিতে চান তারা নিজের রিস্কে টোকেনটি কিনতে পারেন ।
আমি যা এয়ারড্রপ পেয়েছি সেটির বর্তমান মূল্য $২৯০ এবং আমি টোকেনগুলো জমিয়ে রাখব। আমার টার্গেট $১ এবং সেটি এই বুলমার্কেটে আশা করা যায়।
https://www.coingecko.com/en/coins/merkle-tradeবিস্তারিত টুইটারে পাবেনঃ https://x.com/officialbitbyte/status/1855617756084998273
আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম!
শুধু বিটকয়েন নিয়ে পইড়া থাকলে হবে নাহ, মার্কেটে যেকোনো পরিস্থিতিতে আপনি কিংবা আমরা সবাই লাভ করতে পারবো। এইজন্য আমাদেরকে মার্কেটে কেমন narrative চলতেছে সেটি জানতে হবে। তাহলে বুল কিংবা বেয়ার যেকোনো মার্কেটে আমরা লাভ করতে পারবো। ল্যাপটপে আজকে আর বেশিকিছু লেখলাম নাহ, কিন্তু পরের পোস্টে বিষয়টি নিয়ে লেখব।
