Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 18/11/2024, 17:20:37 UTC
আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
এই প্রিয় মুরগির ব্যবসায়ী ভাই দয়া করে মুরগির দামটা একটু কমিয়ে আনুন না হলে তো আমরা মুরগি এত দাম দিয়ে কিনে খেতে পারব না ভাই। আমাদের জন্য একটু সহজলভ্য করে দেন ভাই। হাহাহা ভাই মজা করে বললাম কিন্তু কিছু মনে করবেন না। আপনার মুরগির ফার্মে প্রত্যেক চালানে কতটা করে মুরগির বাচ্চা আনেন? নাকি আপনি নিজেই আপনার ফার্মে ডিম ফোটান? তবে মুরগির খাবারের যে দাম তাতে লাভের অংকটা অনেক কম গেছে।

ভাই আমি গরিব মানুষ। মাত্র ৭০ টাকা হালি ডিম বেচি। বয়লার পালিনা, সব দেশি, ফাউমি, ব্ল্যাক অস্ট্রালর্প জাতের মুরগি, সেই হিসেবে হ্যাঁ দাম তো একটু বেশিই হবে। বাচ্চা নিজেরা ফুটাই, ইনকিউবেটর মেশিন আছে, সেখানে ৭০-১০০ ডিম আরামসে ফুটানা যায়। ফার্ম বললে ভুল হবে, ঘরোয়া ভাবে ছোট খাটো একটা প্রজেক্ট বলতে পারেন। হ্যা ভাই লাভ অনেকটকই কম তুলনামূলক। মাঝে মাঝে তো মুরগির টাকা দিয়ে মুরগিরই ফিড কিনছি। মাসে ৩ বস্তা লেয়ার লেয়ার ১ লাগে, পার বস্তা +-৩০০০ টাকা। আবার সোনলী গ্রোয়ার, স্টাটার ফিডও লাগে। সব মিলায়ে ব্যাপক খরচ, অতোটাও ইজি ব্যবসা না। একটা সুবিধা হইছে যদিও, ডিম আর মাংসের চাহিদা মিটে যাচ্ছে। লাস্ট কবে যে ডিম বা মাংস কিনছি মনে করতে পারতেছিনা। এদিকে কোয়েল পাখি পালতেছি। সেখানেও ডেইলি ১০-১৫ টা ডিম দেয় গড়ে। মুরগির ক্ষেত্রে ২০-২৫ পাইলাম ডেইলি, শীত আসায় একটু কমে গেছে ১৫ করে দিচ্ছে। তো এই হলো কাহিনি। Smiley