যদি কাগজ পাতি ঠিক থাকে তাহলে জমি বিক্রি করা বা ক্রয় করতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে আপনাদের এক্সপেরিয়েন্স থেকে আপনারা জানান আমার এক্সপেরিয়েন্স থেকে চার থেকে পাঁচ মাসেরও বেশি সময় লেগেছে যদিও জমিতে কিছু সমস্যা ছিল।
আমি আপনাকে এই প্ল্যানে কোনোদিন সাপোর্ট করবো না ভাই। জমি কেনাও সহজ না, আর বিক্রি করাও সহজ না। আপনি যখন জমি ক্রয় করবেন, তখন জমি সাফ-কবলা দলিল করে কিনে নিতে সেখানে দলিল করার একটা খরচ আছে। ডিপেন্ড করবে জমির পরিমানের ওপর এবং আপনারে এলাকার দামের ওপর। এখানে ভালো পরিমানে একটা টাকা আপনার খরচ হয়ে যাবে। আর জমি বিক্রি করতে গেলে, আপনি চাইলেই জমি বিক্রি করে দিতে পারবেন না। কাষ্টমার পাবেন না। যাদের পাবেন, তাদের সাথে আপনার দাম বনাবনি হবে না।
একমাত্র শহরে জমি কিনলে, সেটা বিক্রি করার সময় একাধিক গ্রাহক পাওয়া যেতে পারে। তারপরেও, আপনি মনে করলেন আমি ১ মাসের মধ্যে জমি সেল করে দিবো, সেটা পারবেন না। এমন অনেক জমি আছে যেখানে মানুষ বছরের পর বছর জমি বিক্রি হবে ব্যানার লাগিয়ে রেখেছেন, কিন্তু বিক্রি করতে পারছে না। অন্য কিছু চিন্তা করেন। আর যদি জমি কিনে ব্যাবহার করতে পারেন বা রেখে দেওয়ার প্ল্যান করেন, তাহলে কিনতে পারেন।