Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 19/11/2024, 12:49:04 UTC
আরে ভাই আপনার ব্যবসাটা আমার কাছে সৌখিন ব্যবসা মনে হচ্ছে Grin । মুরগি পালতেছেন সাথে আবার কোয়েল পাখি আপনার শুধু লাভ আর লাভ। আপনি যে জাতের মুরগির কথা বললেন সেগুলোর দাম তো মার্কেটে আরো বেশি পোল্ট্রি মুরগির তুলনায় এমনকি সেগুলোর ডিমের দামও বেশি। এমনিতেই পল্টি মুরগির ডিম আমাদের এখানে প্রায় 60 টাকা হালি। তাছাড়া পোল্টি মুরগির দাম অনেক বেশি যার ফলে এখন ইচ্ছা হলেও খুব সহজেই মাংস কিনে খাওয়া সম্ভব হচ্ছে না।

শখের প্রজেক্ট বলতে পারেন, ইংরেজিতে যাকে পার্ট টাইম জব বলে। না ভাই ওতোটাও লাভ না, আপনি যেভাবে বলতেছেন শুনে মনে হচ্ছে আমি বোধয় টাকার বান্ডিলে বসে আছি। সাপ্লাই এন্ড ডিমান্ড বলতে তো কথা আছে। এমনতো না যে আমার দোকান আছে, এখানে পালি দোকানে বিক্রি করি। ডিমের ক্ষেত্রে শুধু ভাও করতে পারতেছি আপাতত। এজন্য নিজের টাকা দিয়েই ফিড কিনতে হচ্ছে। আশা করতেছি, মুরগি বেচলে, এই বাহিরের টাকা গুলে আবার উঠে আসবে, হিসাব সমান সমান হবে। সব থেকে বড় সুবিধা নিজের পরিবারের জন্য কিছু কিনতে হচ্ছে না। বাগানে শাকসবজি হইতেছে, বাসায় হাস মুরগি পালতেছি, এতে ওভারঅল বাজারে যে টাকা খরচ হতো তা আর আগের মতো হয়না।

এই বিষয়ে শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি মুরগীর ফার্ম করছেন। এটা আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু আমাদের বাড়িতে যায়গা খুবই কম, পরিকল্পনা আছে রাস্তায় সাথে আমাদের ভালো জমি আছে সেখানে বাড়ি নিবো এর পর ফার্ম করবো। এছাড়া অর্থের সংকট আছে কিছু। ইনশাআল্লাহ ভবিষ্যতে মুরগীর ফার্ম করবো, আল্লাহ যেন তৌফিক দেন। আপনার জন্য শুভকামনা ভাই।

ভাই বেশ যায়গা লাগে না তো! আপনি ছোট পরিসরে অল্প যায়গার মধ্যেই বদ্ধ ভাবে পালতে পারবেন। আমরা সেভাবেই করি। এক রুম পরিমাণ যায়গা যথেষ্ট। আপনি চাইলে খাঁচা করেও (৩x৬ ফিট) করতে পারবেন। আমাদের ২ টাই আছে। অনেকেই মনে করে বিশাল যায়গা লাগে খোলামেলা লাগে বিশাল শেড লাগে, বাট এতো কিছু লাগে না। এভাবে করতে চাইলে অনেক টাকা পয়সা নিয়ে নামতে হয়, তখন আর সেটা পার্ট টাইম থাকে না, মেইন ব্যবসা হয়ে যায়।