আরে ভাই আপনার ব্যবসাটা আমার কাছে সৌখিন ব্যবসা মনে হচ্ছে

। মুরগি পালতেছেন সাথে আবার কোয়েল পাখি আপনার শুধু লাভ আর লাভ। আপনি যে জাতের মুরগির কথা বললেন সেগুলোর দাম তো মার্কেটে আরো বেশি পোল্ট্রি মুরগির তুলনায় এমনকি সেগুলোর ডিমের দামও বেশি। এমনিতেই পল্টি মুরগির ডিম আমাদের এখানে প্রায় 60 টাকা হালি। তাছাড়া পোল্টি মুরগির দাম অনেক বেশি যার ফলে এখন ইচ্ছা হলেও খুব সহজেই মাংস কিনে খাওয়া সম্ভব হচ্ছে না।
শখের প্রজেক্ট বলতে পারেন, ইংরেজিতে যাকে পার্ট টাইম জব বলে। না ভাই ওতোটাও লাভ না, আপনি যেভাবে বলতেছেন শুনে মনে হচ্ছে আমি বোধয় টাকার বান্ডিলে বসে আছি। সাপ্লাই এন্ড ডিমান্ড বলতে তো কথা আছে। এমনতো না যে আমার দোকান আছে, এখানে পালি দোকানে বিক্রি করি। ডিমের ক্ষেত্রে শুধু ভাও করতে পারতেছি আপাতত। এজন্য নিজের টাকা দিয়েই ফিড কিনতে হচ্ছে। আশা করতেছি, মুরগি বেচলে, এই বাহিরের টাকা গুলে আবার উঠে আসবে, হিসাব সমান সমান হবে। সব থেকে বড় সুবিধা নিজের পরিবারের জন্য কিছু কিনতে হচ্ছে না। বাগানে শাকসবজি হইতেছে, বাসায় হাস মুরগি পালতেছি, এতে ওভারঅল বাজারে যে টাকা খরচ হতো তা আর আগের মতো হয়না।
যদিও আপনি এটিকে পার্ট টাইম জব বলে বিবেচনা করছেন, তারপরও আমি বলব যে এটি আপনাকে আর্থিকভাবে অনেকটাই সাহায্য করছে। কেননা এগুলো বাড়িতে লালন পালন করার ফলে আপনাকে পারিবারিক চাহিদার জন্য মাংসের যোগান দিতে বাইরে থেকে ক্রয় করতে হচ্ছে না যার ফলে এখানে আপনার আর্থিক সাশ্রয় হচ্ছে। আপনাদের তাও আর্থিক সাশ্রয় হচ্ছে তবে আমার ব্যবসার কোন উন্নতি হচ্ছে না। আসলে আমার একটি শোরুম রয়েছে যেখানে ভিন্ন ধরনের পরিধেয় পোশাক আশাক বিক্রি করা হয়। আসলে সেল কম হওয়াতে লাভের পরিমাণও কম এবং খরচ বেশি হচ্ছে। বর্তমান সময়ে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে তাতে নাজেহাল অবস্থা হয়েছে।