Finally Member rank is achievedhttps://www.talkimg.com/images/2024/12/05/pIACC.jpegআমার সকল লোকাল বোর্ডের ভাই/বন্ধুদের জানাই
BTC $100k এর শুভেচ্ছা। আজকের এই দিনটি যেমন সকল ক্রিপ্টো কমিউনিটির জন্য বিশেষ দিন ঠিক তেমনি আজকের এই দিনটি আমার জন্য বিশেষ দিন বিশেষ করে আমি আজকে
Member Rank অর্জন করেছি। আপনাদের তুলনায় হয়তো এই র্যাঙ্ক খুবই ছোট তারপরও আমি অনুপ্রাণিত এবং উৎসাহিত আজকে।
আমার এই র্যাঙ্ক অর্জনের জন্য যারা আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই লোকাল বোর্ডের সম্মানিত মডারেটর তাকে বিশেষভাবে ধন্যবাদ।
যারা আমাকে সাহায্য করেছেন তারা হলেন,
1. @Xal0lex
2. @Crypto Library and
3. @NotATether
সবার আগে আপনাকে শুভেচ্ছা জানাতে চাই। আপনি আবারও প্রমাণ করে দিলেন ডেডিকেশন ও ধৈর্য থাকলে সফলতা আসবেই। এবং সৎ পথে পরিশ্রম করলে সফলতা আরো দ্রুত আসবে। আপনাকে আরো অনেক উপরের রেংক এ দেখতে চাই। আমার মনে হচ্ছে আপনি খুব দ্রুতই আপনার পরবর্তী রাঙ্কে পৌঁছে যাবেন।