Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 05/12/2024, 20:17:37 UTC
Finally Member rank is achieved


যদিও আমার মনে হয় না আমি আপনাকে খুব বেশি একটা উপকার করেছি আপনি  বিটকয়েনটক এর ১৫ বছর পূর্তিতে পোস্টটি করেছিলেন সেটা আমাকে নোটিশ করিয়েছে যে বিটকয়েনটক এর বার্থ ডেট কবে।

যাই হোক  আপনাকে মেম্বার র‍্যাঙ্ক এর শুভেচ্ছা। আর একটা কথা আমাদের কাছেও স্পেশালি আমার নিকট মেম্বার র‍্যাঙ্ক না জুনিয়র মেম্বার অনেক বড় কিছু । কারণ আমি নিজেও একদিন এভাবেই রাঙ্কাপ করে ফোরামে ধীরে ধীরে এ পর্যন্ত এসেছি আমি আমার অতীত ভুলে যাইনি এইখানে দেখেন আমার অতীত , এমনটা ঠিক অন্যদের ক্ষেত্রেও।

যাই হোক অভিনন্দন তো জানিয়েছি তার সাথে মনে করিয়ে দিতে চাই আপনার আসল যাত্রা কিন্তু  এখনই শুরু হচ্ছে আশা করি ফোরামের নিয়ম কানুন গুলো ফলো করে সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাবেন।
কারণ মনে রাখবেন  আপনার এই রেংক বা তার উপরেও অনেকজন এসে ফোরামের নিয়ম কানুন না মেনে ফোরামের নিয়মের বহির্ভূত এবং কিছু কিছু এথিক্স  বহির্ভূত কর্মকাণ্ডের কারণে তারা আর তাদের যাত্রা কন্টিনিউ করতে পারেনি। আর কোন কোন ভুল গুলো বেশিরভাগ মেম্বাররা বা আমাদের বাঙালিরা করে সেগুলো আশা করি আর চিহ্নিত করে বলতে হবে না। 
ভুল করার ইনটেনশন বা কোন পদক্ষেপ নিয়ে থাকলেও সেখানেই বন্ধ করে দেবেন।
সেই সাথে সাথে আশা করি আপনি সামনে অনেক দূর পর্যন্ত যাবেন। কারণ আমাদের বাংলাদেশের থ্রেডে একজন একটিভ মেম্বার বাড়া মানে আমাদের লোকাল বোর্ড পাওয়ার দিকে আরেকটু অগ্রসর হওয়া।