Post
Topic
Board Other languages/locations
Re: BTC 100K ATH
by
Crypto Library
on 06/12/2024, 20:13:04 UTC
বাইদাওয়ে, কার কার কি প্লান আছে? আরো হোল্ড করবেন? নাকি এখনি সেল দিয়ে দিবেন? আমার গুলোর আমি কিছু অংশ বের করবো ভাবতেছি। ধার দেনা, debt, কোলাটরাল যা ছিলো তা সব পরিশোধ করে দিবো!

এখনি সেল করে দেয়ার কোনো কারণ ই দেখছি না আমি। আমার মতে আমরা মাত্র অল্টসিজন শুরুর দিকে আছি। অল্ট সিজন পুরোপুরি শুরু হলে বেশিরভাগ কয়েন গুলো কয়েক গুন করে প্রফিট দিবে। আমি অন্তত ৩ গুন প্রফিট আশা করছি এই বুল রান থেকে। ধরেন আমার ইনভেস্টমেন্ট ১ হাজার ডলারের মতো। আমি সেটাকে ৩ হাজার ডলার বানানোর চেষ্টা করবো। তবে মার্কেট কখন কেমন চেঞ্জ হবে সেটা আমার ধারণা নেই। তবে আমি মনে করি মিড জানুয়ারিতে আমরা মোটামোটি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো। মানে আমার হাতে এখনো ১ মাসের বেশি সময় আছে। কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে মার্কেট অন্য দিকে মুভ করতে পারে। তবে আপাতত মার্কেট মুভমেন্ট নিয়ে আমি খুশি আছি। সামনে কি হবে সেটাতে সবাই নজর রাখতে পারেন। আর হ্যা, এটা কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
তাহলে আমার প্ল্যানটাও আমি এখানে বলি, আমার মোটামুটি এখনো পর্যন্ত ক্রিপ্টোতে মোটামুটি আড়াইহাজার ডলারের মত ইনভেস্টমেন্ট রয়েছে বর্তমানে সেটা প্রফিটে গিয়ে দাঁড়িয়েছে  3400 ডলারের মতন  যদিও এখানে আমার লসকর্টন করা হয়েছে।
আমি এবার বিটকয়েন থেকে অন্তত দ্বিগুণ প্রফিট আশা করতে পারি যে সময়ে ইনভেস্টমেন্ট করেছি আমার এবারেস ইনভেসমেন্ট প্রাইজ পড়েছে ৫৭ হাজার ডলারের আশেপাশে।  এই প্রাইজে ইনভেস্টমেন্ট করে আমার  দুই  গুণের চেয়ে বেশি আশা করা মনে হয় বোকামি হবে।
আমি কয়েকটা ফ্যাক্টরকে সামনে রেখে আমার বিটকয়েন এবং অল্ট কয়েন গুলোকে সেল করব, যেমন আপনি অলরেডি বলে দিয়েছেন অল্ট সিজন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এক্ষেত্রে ইথারিয়াম পাঁচ হাজারের উপরে এবং বিটকয়েন ১ লাখ ২০ এর উপরে বা টাচ করলে আমি আমার প্রফিট বুক করার চেষ্টা করব।