তাহলে আমার প্ল্যানটাও আমি এখানে বলি, আমার মোটামুটি এখনো পর্যন্ত ক্রিপ্টোতে মোটামুটি আড়াইহাজার ডলারের মত ইনভেস্টমেন্ট রয়েছে বর্তমানে সেটা প্রফিটে গিয়ে দাঁড়িয়েছে 3400 ডলারের মতন যদিও এখানে আমার লসকর্টন করা হয়েছে।
আমি এবার বিটকয়েন থেকে অন্তত দ্বিগুণ প্রফিট আশা করতে পারি যে সময়ে ইনভেস্টমেন্ট করেছি আমার এবারেস ইনভেসমেন্ট প্রাইজ পড়েছে ৫৭ হাজার ডলারের আশেপাশে। এই প্রাইজে ইনভেস্টমেন্ট করে আমার দুই গুণের চেয়ে বেশি আশা করা মনে হয় বোকামি হবে।
আমি কয়েকটা ফ্যাক্টরকে সামনে রেখে আমার বিটকয়েন এবং অল্ট কয়েন গুলোকে সেল করব, যেমন আপনি অলরেডি বলে দিয়েছেন অল্ট সিজন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এক্ষেত্রে ইথারিয়াম পাঁচ হাজারের উপরে এবং বিটকয়েন ১ লাখ ২০ এর উপরে বা টাচ করলে আমি আমার প্রফিট বুক করার চেষ্টা করব।
বিটকয়েন বা ইথেরিয়ামের প্রফিট বুক করা নিয়ে আমি কখনোই চিন্তিত ছিলাম না, আর কোনোদিন হবো বলে মনে হয় না। যদিও আমার ৬০ ভাগ ইনভেষ্টমেন্ট বিটকয়েনেই। তবে আমি এই ৬০ ভাগ বিটকয়েন থেকে যে পরিমান প্রফিট আশা করছি, আমার ৪০% অল্টকয়েন থেকে তার ৩গুন প্রফিট করার আশা করছি। আগামী ২ মাস খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। যদি মার্কেট পজেটিভ থাকে, তাহলে বেশিরভাগ অল্ট সেল করে দিয়ে অল্প কিছু রেখে দিবো মুনব্যাগ এর জন্য।
যদি মার্কেট প্রচুর পাম্প করে, তবুও রিগ্রেট করার মতো কিছু থাকবে না। কারন আমি লসে সেল দিবো না। ২-৩ টা টোকেনে ইনভেষ্ট করে এখনো লসে আছি, তবে সেগুলোও রিকভার হয়ে যাবে আশা করি। আপনার ১০ টা টোকেনের ৭ টায় যদি আপনি প্রফিটে থাকেন, তাহলেই যথেষ্ট। প্রতিটা টোকেন আপনাকে প্রফিট দিবে না। তো আপাতত সেই অপেক্ষাতেই আছি।