বিটকয়েন বা ইথেরিয়ামের প্রফিট বুক করা নিয়ে আমি কখনোই চিন্তিত ছিলাম না, আর কোনোদিন হবো বলে মনে হয় না। যদিও আমার ৬০ ভাগ ইনভেষ্টমেন্ট বিটকয়েনেই। তবে আমি এই ৬০ ভাগ বিটকয়েন থেকে যে পরিমান প্রফিট আশা করছি, আমার ৪০% অল্টকয়েন থেকে তার ৩গুন প্রফিট করার আশা করছি। আগামী ২ মাস খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। যদি মার্কেট পজেটিভ থাকে, তাহলে বেশিরভাগ অল্ট সেল করে দিয়ে অল্প কিছু রেখে দিবো মুনব্যাগ এর জন্য।
যদি মার্কেট প্রচুর পাম্প করে, তবুও রিগ্রেট করার মতো কিছু থাকবে না। কারন আমি লসে সেল দিবো না। ২-৩ টা টোকেনে ইনভেষ্ট করে এখনো লসে আছি, তবে সেগুলোও রিকভার হয়ে যাবে আশা করি। আপনার ১০ টা টোকেনের ৭ টায় যদি আপনি প্রফিটে থাকেন, তাহলেই যথেষ্ট। প্রতিটা টোকেন আপনাকে প্রফিট দিবে না। তো আপাতত সেই অপেক্ষাতেই আছি।
আমি আসলে বিটকয়েন এবং ইতারিয়ামের প্রফিট বুক এর কথাটা বুঝাতে চাইনি, আমি আসলে যেটা বলতে চেয়েছি সেটা হল- যখন বিটকয়েন এবং ইথেরিয়ামের প্রাইস ওই রেঞ্জে চলে যাবে তখন আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী মার্কেট আসল বুল রানে ঢুকে পড়বে এবং যেন লস না খাই তাই এভারেজের যত লাভই থাকুক না কেন এই দুইটার প্রাইসের উপর বেসড করে আমার সকল কয়েন কে সেল দেওয়ার চেষ্টা করব।
বর্তমানে মার্কেট নিয়ে আমি নিজেও সন্তুষ্ট কারণ আমার সকল ইনভেস্টমেন্টের মধ্যে মাত্র একটি কয়েনে প্রায় ৯৫%+ লসে রয়েছে আর সেখানে প্রফিটের আশা ও করা যাচ্ছে না রিকভারির আশাও আমার এখানে নেই। মূল বিষয় হচ্ছে এটা আমার প্রথম দিকের ইনভেস্টমেন্ট এর মধ্যে একটা ছিল আর কয়েনের নাম "SLP". তখন এটার টোটাল সার্কুলেটিং সাপ্লাই ছিল ২.৭১ বিলিয়ন এবং বর্তমানে ৪১.৪০ বিলিয়নের উপরে। এটা থেকে আর কোন আশা নেই যা ইনভেস্টমেন্ট ছিল আর আমি মনে করতেছি জলে ফালায় দিছি। তবে আমার স্টারটিং এ সবচাইতে বড় ইনভেস্টমেন্ট ছিল এটা, এটাই আসলে সেই ভুল যা বেশিরভাগ নতুন এরা করে থাকে ক্রিপ্টো ট্রেডিং করতে এসে।
যাইহোক বর্তমানে আমার অ্যাসেটের কিছু ওভার ভিউ দিলাম আমার টোটাল অ্যাসেটের ইনভেস্টমেন্ট পার্স বাম দিকে এবং বর্তমানে সেইসব কয়েন এ কত পারসেন্ট করে প্রোফিটে রয়েছি সেগুলোর পার্সেন্টেজ ডান সাইডে।
ইনভেস্ট কৃত পারসেন্টেন্স | বর্তমানে প্রফিট পারসেন্টেন্স |
 |  |