Post
Topic
Board Other languages/locations
Re: BTC 100K ATH
by
Shishir99
on 09/12/2024, 11:09:32 UTC
বাংলা কমিউনিটির সকল সিনিয়র মেম্বারদের কাছে আমার একটা প্রশ্ন আমার এই ফোরামের জার্নি টা কেমন হচ্ছে এবং আমার কোথাও কোন ভুলত্রুটি হচ্ছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে একটু আমাকে শিওর করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বর্তমান সময়ে আমার জার্নির কোন ভুল হচ্ছে কিনা একটু আমার আইডিটা দেখবেন। এবং আমার আর কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার এই বিষয়গুলো একটু যদি আপনারা বলে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। যদিও আমি মোটামুটি বুঝে শুনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হয় আমার বাংলা কমিউনিটির সিনিয়র ভাইয়েরা অবশ্যই বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে আমাকে সাহায্য করবেন। আমার সামনের যাত্রাটা যেন আরেকটু ভালো হয় সহজ হয় সেদিকে একটু খেয়াল রেখে আমাকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করবেন ভাইয়েরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো।

আপনি অনুগ্রহ করে ইনফরমেটিভ থ্রেড এ জেনেরিক পোষ্ট করবেন না। কিছু কিছু থ্রেড খোলা হয় ডিসকাশনের জন্য। সাধারন ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করার জন্য। সেখানে আপনি চাইলে আপনার মতামত শেয়ার করতে পারেন। কিন্তু আমি খেয়াল করেছি যে আপনি বিভিন্ন ইনফরমেটিভ থ্রেড এ জেনেরিক পোষ্ট করেন। বিশেষ করে রেপুটেশন বোর্ড এর nutildah এর একটা রিপ্লাই খেয়াল করেছি, যেখানে তিনি আপনাকে শিটপোষ্টিং করতে মানা করেছেন। এর কারন হলো, সেটা তার একটা ইনফরমেটিভ থ্রেড, যেখানে কেউ কোনো একাউন্ট এর ব্যাপারে কোনো নতুন ইনফরমেশন দিতে পারলে সেটা সে এপ্রিশিয়েট করবে, কিন্তু আপনার পোষ্ট তার থ্রেড এ নতুন কিছুই এড করেনি। আপনি মূলত তার কথাতেই একমত পোষন করেছেন এবং একটা স্ক্রিনশট শেয়ার করেছেন।

এছাড়াও অন্য একটা থ্রেড এ Poker Player আপনাকে ক্রিটিসাইজ করেছে আপনার এই জেনেরিক পোষ্ট করার কারনে এবং সে আপনার পোষ্ট রিপোর্ট করেছে। আজকে সেই থ্রেড এ দেখলাম আপনার পোষ্ট টি নেই। তার মানে হলো সেটা রিমুভ করা হয়েছে। আমি আপনার পোষ্ট হিষ্টোরি চেক করিনি। আমার রেগুলার অভজারভেশন থেকেই এইটুকু শেয়ার করলাম।

আপনাকে ধন্যবাদ যে আপনি নিজেও আপনার পোষ্ট কোয়ালিটির ব্যাপারে সকলের মতামত চাইছেন। সময়ের সাথে সাথে ইমপ্রুভ করবেন বলে আশা করি।