Post
Topic
Board Other languages/locations
Re: BTC 100K ATH
by
Wonder Work
on 09/12/2024, 10:20:05 UTC
যাইহোক বর্তমানে আমার অ্যাসেটের কিছু ওভার ভিউ দিলাম আমার টোটাল অ্যাসেটের ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ বাম  দিকে এবং বর্তমানে সেইসব কয়েন এ কত পার্সেন্টেজ করে প্রোফিটে রয়েছি সেগুলোর পার্সেন্টেজ ডান সাইডে।
আপনি তো দেখা যায় ভালই প্রফিট আছেন। তবে বিএনপি থেকে কিন্তু ভালো একটা প্রফিট আছেন ভাই বর্তমান সময়ে। আমার একটা ফ্রেন্ড ছিল যার বিএনবি ছিল ৫-৬ টা সে বিক্রি করে দিয়ে ইউএসডিটি করে রাখছিল বিএনবির দাম যখন বাড়লো তখন সে আফসোস করলো। বাংলা কমিউনিটির আপনি এখন সবচেয়ে ভালো প্রফিটে আছেন দেখা যাচ্ছে। আমার ও মোটামুটি ভালই প্রফিট আছে বিটিসি থেকে কিন্তু অন্য কোনটা থেকে এরকম কোন প্রফিট নেই। CL & LB ভাই আপনারা এখন সবচেয়ে ভালো প্রফিট করলেন এখান থেকে। দুইজনে মিলে তো পুরো কোপ দিয়ে দিছেন ভাই। মোটামুটি ভালোই প্রফিটে আছেন দুইজনে।

বিটকয়েনের দাম ১০০k$ অতিক্রম করেছে এটা দেখে আমি অনেক বেশি আনন্দিত আমি যখন বিটক বিনিয়োগ করেছিলাম হঠাৎ বিটকয়েনের দাম ডাম্পিং হতে শুরু করেছিল যার কারণে আমি অনেক বেশি লোকসানের মধ্যে পড়ে গিয়েছিলাম। এগুলো দেখে আমার মাথা ঠিক ছিল না যার কারণে আমি কয়েক মাসের জন্য সবকিছু থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি বিনিয়োগ করা বিটকয়েন গুলো কোনভাবেই বিক্রি করে ছিলাম না দীর্ঘদিন ধৈর্য ধরে থাকার ফলে আজকে আমার কয়েকগুণ লাভ হয়েছে বিটকয়েন এ বিনিয়োগ করে।আমি এখন বিটকয়েন গুলো কিছু অংশ বিক্রি করে দিতে যাচ্ছে আর কিছু অংশ আরো দাম বৃদ্ধি পেলে বিক্রি করব।আশা করা যাচ্ছে বিটকয়েনের দাম খুব শীঘ্রই ১২০k$ অতিক্রম করবে এর জন্য আমাদেরকে সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই ভালো কিছু পাব বিটকয়েন থেকে।
যাক এটা শুনে ভালো লাগলো যে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারছেন। তবে যদি বিনিয়োগের ধারাও ভেতরে রেখে যেতে পারেন ডিসিএ মেইনটেইন করে তাহলে বিনিয়োগের ধার অব্যাহত রেখে যাবেন ভাই পরবর্তী সময়ে কাজে দেবে এগুলো।

বিটকয়েনের দাম আরো বাড়বে সামনে কিন্তু কতটুকু বাড়বে এটা সঠিক করে বলা যাচ্ছে না। ১২০কে এর নতুন এটিএইচ দেখতে পাবো তবে এটা এত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো না এটার জন্য অপেক্ষা করতে হবে। তবে সবচেয়ে মূল কথা হচ্ছে বিটকয়েন তার মূল মাইলফলক স্পর্শ করে ফেলেছে। ‌ বিটকয়েনের প্রতি মানুষের আরও দৃঢ় বিশ্বাস জন্মে গেছে। বিটকয়েনের প্রতি মানুষের আত্মবিশ্বাস এখন হাই লেভেলের যেটা অন্য কোন কয়েন থেকে এরকম আত্মবিশ্বাস কোনদিন হওয়া সম্ভব নয়।


বাংলা কমিউনিটির সকল সিনিয়র মেম্বারদের কাছে আমার একটা প্রশ্ন আমার এই ফোরামের জার্নি টা কেমন হচ্ছে এবং আমার কোথাও কোন ভুলত্রুটি হচ্ছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে একটু আমাকে শিওর করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো বর্তমান সময়ে আমার জার্নির কোন ভুল হচ্ছে কিনা একটু আমার আইডিটা দেখবেন। এবং আমার আর কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার এই বিষয়গুলো একটু যদি আপনারা বলে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। যদিও আমি মোটামুটি বুঝে শুনে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার মনে হয় আমার বাংলা কমিউনিটির সিনিয়র ভাইয়েরা অবশ্যই বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে আমাকে সাহায্য করবেন। আমার সামনের যাত্রাটা যেন আরেকটু ভালো হয় সহজ হয় সেদিকে একটু খেয়াল রেখে আমাকে ডিরেকশন দেওয়ার চেষ্টা করবেন ভাইয়েরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো।