আপনি অনুগ্রহ করে ইনফরমেটিভ থ্রেড এ জেনেরিক পোষ্ট করবেন না। কিছু কিছু থ্রেড খোলা হয় ডিসকাশনের জন্য। সাধারন ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করার জন্য। সেখানে আপনি চাইলে আপনার মতামত শেয়ার করতে পারেন। কিন্তু আমি খেয়াল করেছি যে আপনি বিভিন্ন ইনফরমেটিভ থ্রেড এ জেনেরিক পোষ্ট করেন। বিশেষ করে রেপুটেশন বোর্ড এর nutildah এর একটা রিপ্লাই খেয়াল করেছি, যেখানে তিনি আপনাকে শিটপোষ্টিং করতে নিষেধ করেছেন। এর কারন হলো, সেটা তার একটা ইনফরমেটিভ থ্রেড, যেখানে কেউ কোনো একাউন্ট এর ব্যাপারে কোনো নতুন ইনফরমেশন দিতে পারলে সেটা সে এপ্রিশিয়েট করবে, কিন্তু আপনার পোষ্ট তার থ্রেড এ নতুন কিছুই এড করেনি। আপনি মূলত তার কথাতেই একমত পোষন করেছেন এবং একটা স্ক্রিনশট শেয়ার করেছেন।
এছাড়াও অন্য একটা থ্রেড এ Poker Player আপনাকে ক্রিটিসাইজ করেছে আপনার এই জেনেরিক পোষ্ট করার কারনে এবং সে আপনার পোষ্ট রিপোর্ট করেছে। আজকে সেই থ্রেড এ দেখলাম আপনার পোষ্ট টি নেই। তার মানে হলো সেটা রিমুভ করা হয়েছে। আমি আপনার পোষ্ট হিষ্টোরি চেক করিনি। আমার রেগুলার অভজারভেশন থেকেই এইটুকু শেয়ার করলাম।
আপনাকে ধন্যবাদ যে আপনি নিজেও আপনার পোষ্ট কোয়ালিটির ব্যাপারে সকলের মতামত চাইছেন। সময়ের সাথে সাথে ইমপ্রুভ করবেন বলে আশা করি।
আপনাকে ধন্যবাদ ভাই বলার জন্য। কিন্তু ভাই আমি বুঝতে পারলাম না যে Poker Player আমার পোষ্ট জেনেটিক কেনো বলছেন। আমার সে পোস্টটা ভালোই ছিলো ভাই। তার কাছে মনে হয়েছে আমার পোস্ট জেনেরিক সেজন্য রিপোর্ট করে পরবর্তীতে মডারেটর সেটা ডিলিট করে দিয়েছে।
nutildah তার একটা পোস্টে আমি আপডেট জানিয়েছিলাম সেটা হয়তো এরকম ইনফরমেটিভ হয় না সেজন্য সে ঐ ধরনের পোস্ট করতে না করে দিয়েছে বিষয়টা আমি বুঝতে পেরেছি। যাইহোক এই দুইটা পোস্ট আমার একটু ইনফরমেটিভ হয়েছিল না হয়তো এই দুইটা বাদ দিয়া আর কোন সমস্যা আছে কিনা ভাই এই ধরনের দিকগুলো একটু দেখবেন। আমার আশা করি আর কোন সমস্যা নেই মনে হয় তবে আমি নিজেও নতুন সেজন্য আপনারা যেহেতু পুরাতন আপনাদের কাছে থেকে পরামর্শ নিলে সেটা আমার জন্য খুব ভালো হবে। আশা রাখি আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবো এবং ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আপনাকে ধন্যবাদ ভাই বিষয়টা বলার জন্য।