আপনাকে ধন্যবাদ ভাই বলার জন্য। কিন্তু ভাই আমি বুঝতে পারলাম না যে Poker Player আমার পোষ্ট জেনেটিক কেনো বলছেন। আমার সে পোস্টটা ভালোই ছিলো ভাই। তার কাছে মনে হয়েছে আমার পোস্ট জেনেরিক সেজন্য রিপোর্ট করে পরবর্তীতে মডারেটর সেটা ডিলিট করে দিয়েছে।
nutildah তার একটা পোস্টে আমি আপডেট জানিয়েছিলাম সেটা হয়তো এরকম ইনফরমেটিভ হয় না সেজন্য সে ঐ ধরনের পোস্ট করতে না করে দিয়েছে বিষয়টা আমি বুঝতে পেরেছি। যাইহোক এই দুইটা পোস্ট আমার একটু ইনফরমেটিভ হয়েছিল না হয়তো এই দুইটা বাদ দিয়া আর কোন সমস্যা আছে কিনা ভাই এই ধরনের দিকগুলো একটু দেখবেন।
আমার আসলে মনে নেই সেই পোষ্ট এ আপনি কি লিখেছিলেন। তবে যেহেতু মোডারেটর ডিলেট করেছে, অবশ্যই সেটা লো কোয়ালিটির পোষ্ট ছিলো বলেই রিমুভ করেছে। আপনাকে প্রতিটা থ্রেডের উদ্ধেশ্য বুঝতে হবে। রেপুটেশন বোর্ড এও অনেক সময় ডিসকাশন থ্রেড খোলা হয় যেখানে আপনি চাইলে ডিসকাশন করতে পারবেন। তবে যে থ্রেড এর যে উদ্দেশ্য, সেই থ্রেড এ সেই ব্যাপারে পোষ্ট করবেন।
”জি ভাই, হ্যা, আপনি ঠিক, আমিও এটা দেখেছি, আমি চেক করেছি” এসব পোষ্ট করার কোনো দরকার নেই। অন্যরা কি পোষ্ট করেছে, সেটা আগে পড়বেন। আপনার লেখা হবে অন্যদের চাইতে আলাদা যেটা সেই থ্রেডে নতুন কিছু এড করবে। একই জিনিস বার বার ঘুড়িয়ে পেচিয়ে লেখা বড় করার কোনো দরকার নাই। এগুলোকে শিটপোষ্টিং বা স্প্যামিং হিসেবে ধরা হয়। যদি পোষ্ট করার মতো কিছু না থাকে, তাহলে পোষ্ট করবেন না। যে জিনিসে আপনি এক্সপার্ট না, সেখানে জোর করে এক্সপার্ট সাজতে যাবেন না।