”জি ভাই, হ্যা, আপনি ঠিক, আমিও এটা দেখেছি, আমি চেক করেছি” এসব পোষ্ট করার কোনো দরকার নেই। অন্যরা কি পোষ্ট করেছে, সেটা আগে পড়বেন। আপনার লেখা হবে অন্যদের চাইতে আলাদা যেটা সেই থ্রেডে নতুন কিছু এড করবে। একই জিনিস বার বার ঘুড়িয়ে পেচিয়ে লেখা বড় করার কোনো দরকার নাই। এগুলোকে শিটপোষ্টিং বা স্প্যামিং হিসেবে ধরা হয়। যদি পোষ্ট করার মতো কিছু না থাকে, তাহলে পোষ্ট করবেন না। যে জিনিসে আপনি এক্সপার্ট না, সেখানে জোর করে এক্সপার্ট সাজতে যাবেন না।
ওকে ভাই পরবর্তী সময়গুলোতে অবশ্যই এগুলো মেইনটেইন করে দেখে শুনে পোস্ট করবো। আপনি যে ছোট ছোট পয়েন্ট গুলো বললেন এগুলো এই ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে পোস্ট করবো। আমাকে আমার ভুলগুলো পয়েন্ট করে দেখিয়ে শুধরে নিতে বলে দেবার জন্য ধন্যবাদ ভাই।
এই যে একটা ছবি পোষ্ট করেছেন, এটার সাইজ কোনো ভাবেই ৪০০ বা ৫০০ এর বেশি হওয়া উচিৎ না। একদম বিদঘুটে লাগছে দেখতে। এটা রিসাইজ করেন।
আসলে এই পোষ্ট এর ই কোনো দরকার দেখছি না আমি। এটা এমন কোনো আপডেট না যেটা আমাদের কারো কাজে লাগবে। ছোট একটা ব্যাপার। এটার জন্য ডেডিকেটেড ইংলিশ থ্রেড আছে, সেখানে আপনার মতামত জানাতে পারতেন। বোলড করা লাইন দুইটা মূলত একই কথা দুইবার বলেছেন। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এগুলো বলার কি দরকার ভাই? আলোচনার কিছু থাকলে সেটা লিখেন। আপনার ভালো হয়েছে, সুন্দর হয়েছে লেখা পড়ার জন্য ট্রাইনিন্জা এই থ্রেডে আসবে না। পোষ্ট কাউন্ট বাড়ানোর জন্য এসব লো কোয়ালিটি পোষ্ট বন্ধ করেন। এই পোষ্ট এর জন্য নেগেটিভ মেরিট দেওয়ার সিষ্টেম থাকলে আমি দিতাম।
সাইজা কমিয়ে দিয়েছি ভাই। এটা যদিও একটা ছোট্ট আপডেট কিন্তু আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করলে ভালো হবে সেজন্য শেয়ার করেছিলাম এবং লাষ্টের দিকের কথাগুলো দুইটা টাইপিং মিস্টেক হয়েছিলো ভাই ঠিক করে দিয়েছি। আর ভাই এটা পোস্ট বাড়ানোর জন্য করছিলাম না। এখন করে দিয়েছি ভাই।