Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 10/12/2024, 11:48:24 UTC
আসসালামু আলাইকুম বাংলাদেশী সকল সদস্য ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই বাংলায় কথা বলার জায়গা খুঁজে পেলাম। ফোরাম সম্পর্কে আমার সেরকম কোন জ্ঞান নেই বললেই চলে। তবে বিটকয়েন রিলেটেড নাম দেওয়া খোলা। কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে একটু আমাকে জানাবেন।

স্বাগতম নতুন ইউজার  Smiley

যদি ইংরেজি ভালো বোঝেন তাহলে নিচের পোস্টগুলো পড়ার চেষ্টা করুন, আশা করি বিটকয়েনটক সম্পর্কে আইডিয়া পাবেন। যেকোনো সমস্যায় লোকাল বোর্ডে (বাংলা) প্রশ্ন করতে পারবেন।




যদি ইংরেজিতে সমস্যা হয় তাহলে নিচের কোট করা পোস্টগুলে পড়ুন।