Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 15/12/2024, 12:39:52 UTC
যদি আপনি প্লেজিয়ারিজমের জন্য নিষিদ্ধ হতে না চান, তবে আপনি যে উৎস থেকে টেক্সটটি নিচ্ছেন তার লিঙ্ক উল্লেখ করতে শিখুন।

If you do not want to get banned for plagiarism, then learn to indicate a link to the source from where you take the text.

যারা এখানে নতুন আসে, খুব সম্ভবত তারা তাদের পোষ্ট এ দেয়া রিপ্লাই গুলো চেক করে না। তারা ২-১ টা পোষ্ট করে করে গায়েব হয়ে যায় এবং অনেকদিন পর আবার ফোরামে ফেরত আসে এবং পূর্বে কি করেছিলো, তা ভুলে যায়। আমি এটা ভেবে দুঃখিত যে এই ধরনের নতুন মেম্বার রা এধরনের সর্তকতা পাওয়ার পরেও আবারো একই ধরনের ভূল করে থাকে। আমার মনে হয় টেম্পোরারি ব্যান একটা সহজ সমাধান হতে পারে। এতে করে তারা ‍বুঝতে পারবে যে তাদের ভুল কি ছিলো, এবং পরবর্তী সময়ে তা সংশোধন করার চেষ্টা করবে। আমি যদি নটিফিকেশন বট ব্যাবহার না করতাম, খুব সম্ভবত আমিও ফোরামের বেশিরভাগ রিপ্লাই গুলো মিস করতাম এবং জানতেই পারতাম না আমাকে কেউ কিছু বলেছে।

আমি বুঝিনা এরা এইসব করে কি পায়। কথা নাই বার্তা নাই ঠাস করে কই থেকে জানি সোর্স ছাড়া একটা কনটেন্ট কপি মেরে পোস্ট করে দেয়। সোর্স দিতে মনে নাই বা নতুন হিসেবে রুলস্ জানে না সেটা বির্তকের খাতিরে মানা যায়। কিন্তু যে এখানে পোস্টটি করলো সে যদি এখানে ২-৪ টা আলোচনাও করতো তাও কথা ছিলো। সবার মতামত জানতে চেয়ে নিজেই গায়েব এখন। আদেও ৬ মাসে এখানে আসবে কিনা কে জানে।

প্রথম লাইলে যা বল্লেন সেটা একদম সঠিক। এই ইউজারকে ফোরামের রুলস্ রেগুলেশন সম্পর্কে পূবেই এক লোকাল মেম্বার জানাইসে, সেখানে সে রিপ্লাইও করছে। কিন্তু কোট করা পোস্টগুলো পড়ার প্রয়োজন মনে করে নাই।