Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 15/12/2024, 20:46:25 UTC
যারা এখানে নতুন আসে, খুব সম্ভবত তারা তাদের পোষ্ট এ দেয়া রিপ্লাই গুলো চেক করে না। তারা ২-১ টা পোষ্ট করে করে গায়েব হয়ে যায় এবং অনেকদিন পর আবার ফোরামে ফেরত আসে এবং পূর্বে কি করেছিলো, তা ভুলে যায়। আমি এটা ভেবে দুঃখিত যে এই ধরনের নতুন মেম্বার রা এধরনের সর্তকতা পাওয়ার পরেও আবারো একই ধরনের ভূল করে থাকে। আমার মনে হয় টেম্পোরারি ব্যান একটা সহজ সমাধান হতে পারে। এতে করে তারা ‍বুঝতে পারবে যে তাদের ভুল কি ছিলো, এবং পরবর্তী সময়ে তা সংশোধন করার চেষ্টা করবে। আমি যদি নটিফিকেশন বট ব্যাবহার না করতাম, খুব সম্ভবত আমিও ফোরামের বেশিরভাগ রিপ্লাই গুলো মিস করতাম এবং জানতেই পারতাম না আমাকে কেউ কিছু বলেছে।
খারাপ কিছু বলেননি আমি আপনার সাথে সহমত পোষণ করতেছি, যদিও এটা একটু হার্ড লাইনে যাওয়া হবে তবে এইসব ইউজার যারা একই ভুল বারবার করে তাদেরকে ওয়ার্নিং হিসেবে সরাসরি টেম্পোরারি ব্যান দেওয়াটাই শ্রেয় হবে।
শুরু থেকে আমিও চেষ্টা করেছি যে এরকম নতুন ইউজারদের  পিএম করে সচেতন করার তারপরেও  দেখেছি অনেকে সতর্ক হয় না এবং সেম ভুল আরো করতেছিল।
যদিও তাদের অনেকেই এখন ফোরামে নাই  কারণ তাদের প্রোফাইল গুলোতে লাল বাত্তি ধরিয়ে দেওয়া হয়েছে।



যাইহোক যে কথাটি বলেছিলাম অনেকেই হয়তো কিছুদিন আগে আমার কয়েকটা পোস্টে দেখেছেন আমি ২০২১ সালে বিটকয়েন ইনভেস্টমেন্ট করিনি শুধুমাত্র নতুন থাকার কারণে রিস্ক নিতে পারিনি আর তাছাড়া ব্যাংকে টাকা রেখে দিয়েছিলাম ইমারজেন্সি সিচুয়েশন কভার দেওয়ার জন্য।

একটা হাস্যকর কথা বলে যাই এখন যে টাকা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য রেখে দিয়েছিলাম সেই টাকা এখন সেই ব্যাংকে গিয়ে আমি উঠাতে পারছি না আমি এখনো পর্যন্ত শুধুমাত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ পোর্টালে দেখেছি এই ধরনের কথা যে ব্যাংক থেকে টাকা উঠানো যাচ্ছে না কিন্তু বর্তমানে আমি নিজে ভুক্তভোগী হলাম ব্যাংক সপ্তাহে দুই দিন টাকা দিচ্ছে তাও আবার আপনি ওই দুইদিন 10 হাজার এর বেশি টাকা উত্তোলন করতে পারবেন না, আমিও অনেক গ্রাহকের দেখেছি অনেকটা কান্না কান্না মুখ একজনের আত্মীয়র অপারেশনের জন্য ২ লাখ টাকা লাগবে সেখানে তারা দশ হাজার টাকার বেশি দিতে পারবে না এটা বলে ফিরিয়ে দিচ্ছে।

ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাংক তারা বলেছে যে সামনের মাসে হয়তো ঠিক হয়ে যাবে এদের ইন্টারনেট ব্যাংকিং ট্রান্সফার ও এখন বর্তমানে বন্ধ আল্লাহ মাবুদ জানে আমার টাকাগুলো ফেরত পাব কিনা।

সবাইকে বলব ব্যাংকে অন্তত টাকা না রেখে আপনার ট্রাস্ট ওয়ালেটে বিটকয়েন বা ইউএসডিটি করে রাখেন তাও অনেক ভালো হবে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর শেষ।