Post
Topic
Board Other languages/locations
Re: Happy Victory Day.
by
Dip69
on 16/12/2024, 04:17:51 UTC
Happy Victory Day.



আসসালামু আলাইকুম!

আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। বইয়ে পড়েছিলাম ৩০ লক্ষ্য শহিদের প্রানের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের পূর্বের নাম আমারা সবাই জানি, পুর্ব পাকিস্তান ছিলো, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। যদি মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন না দিতো তাহলে এই বিটকয়েনটক ফোরামে বাংলাদেশ নামক লোকাল থ্রেড থাকতো না। যাইহোক, শহীদদের অবধান কখনো ভুলে যাওয়ার মতো নয়, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।


সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল এবং থাকবে। আর আমাদের অতীত ইতিহাস শুধু বাংলাদেশীরাই জানে না। এটি সমগ্র বিশ্বে যে ইতিহাস গড়ে উঠেছে তার মধ্যে একটি।

কিন্তু সত্যি বলতে, আজকের দিনটা আমার কাছে বিশেষ কোনো দিন মনে হচ্ছে না। কারণটা, আপনারা জানেন, যেদিন থাকে স্বৈরশাসক হাসিনা (আমাদের প্রাণের আপা Grin) দেশ ছেড়ে চলে যান, তার পর কোনো বিশেষ দিনেই আর এলাকার মোরে মোরে কোনো গান বাজানো হয় নি। কোনো বিশেষ দিনে  আর খিচুড়ি বিতরণ করা হয় নি Embarrassed। 16 বছরের অভ্যাস এক মুহূর্তে শেষ হয়ে গেলো , যা আমাকে  কিছুটা  অস্বস্তি বোধ করি Undecided Grin

কিন্তু বাস্তবতা , আমরা বাংলাদেশের মানুষ এখন অনেক ভালো আছি।
"আলহামদুলিল্লাহ"