Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 17/12/2024, 18:00:25 UTC
এটা কোনো হাস্যকর কথা না ভাই। দেশের প্রায় বেশ কিছু ব্যাংক একদম দেউলিয়া হয়ে যাওয়ার পথে। চিন্তা করে দেখেন যাদের ব্যালেন্স কোটি টাকা, এরকম ১০ হাজার টাকা করে তারা কত বছরে সেই টাকা তুলতে পারবে? আমি যতটুকু শুনেছি, বাংলাদেশ ব্যাংক অনেক টাকা ছাপিয়েছে এসব ব্যাংক গুলো বাচানোর জন্য। টাকা গুলো ব্যাংকে দিলে ব্যাংক হয়তো বেচে যাবে, কিন্তু আপনি যদি ১ লাখ টাকা রেখে থাকেন, সেটার ভ্যালু হয়ে যাবে ৬০ হাজার টাকার সম পরিমান।
হাস্যকর কথাটি বলার কারণ হচ্ছে আমি ব্যাংকে টাকাগুলো রেখেছিলাম শুধুমাত্র সিকিউরিটি এর জন্য যেমন ক্রিপ্টোকারেন্সিতে রাখেনি ভেবেছিলাম এখানে সিকিউরিটি এর অভাব। এখন সোজা বাংলায় এ কয়েক বছরে  এমনিতেই সেই টাকার সুদ আসছে মাত্র 78 হাজার টাকার মতন আর অন্যদিকে যদি আমি মুদ্রাস্ফীতি হিসাব করি তাহলে এটি এক লাখ টাকার উপরে হয়েছে যদি ২০ পার্সেন্ট ধরি।

ব্যাংকে টাকা রাখছেনই বা কি জন্য? যারা ক্রিপ্টো কি এক্সচেঞ্জ কি ওয়ালেট কি এসব জানে না বোঝে না তারা ব্যাংক ইউজ করে। বাট আপনি তো মিয়া বড় মাপের খেলোয়ার। আপনার কাছে এটা নট এক্সপেক্টেড।
আর ব্যাংক টাকা দিতে পারে না, গ্রাহকদের ঘুরায় এটা তো অনেক পুরাতন কাহিনি। বহু বছর ধরে শুনতেছি দেখতেছি। বেশিরভাগ ব্যাংকেরই সেইম সিচুয়েশনে। দিন বাই দিন, বন্ধ হওয়ার পথে। আমি যবে থেকে এসব বুঝছি তখন থেকে আর এসব ইউজ করিনি। একাউন্ট আছে বাট টাকা রাখি না। বেশিরভাগ আ্যাসেটই হয় নিজের ওয়ালেটে, নয় স্টেবলে কনভার্ট করে রাখা। আর বাকি যেটা ইনভেস্ট সেটা আলাদা হিসাব।

আ্যাড ম্যানি করে যদি বের করা যায় বের করে ফেলেন! সুদ খাইয়েন না ভাই এসব ভালা না!🤦‍♂️