ভাই এখানে আসলে সোর্স নিউজ শেয়ার করার কিছু দেখছি না। কোনো পত্রিকা বা অনলাইন পোর্টাল নিউজ লিখেছে কি না জানি না। তবে এটা অনেকেরই জানা যে বাংলাদেশের আইন অনুযায়ী, যদি কোনো ব্যাংক নিজেদেরকে দেউলিয়া ঘোষনা করে, তবে বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংক এর গ্রাহকদের সর্বোচ্চ এক লক্ষ টাকা প্রদান করবে। আপনার যদি ১০ কোটি টাকা থাকে, তাহলেও ১ লক্ষ টাকা পাবেন, যদি ২ লক্ষ টাকা থাকে, তবুও এক লক্ষ টাকা পাবেন। এই টাকা মূলত বাংলাদেশ ব্যাংক এ রাখা সিকিউরিটি ডিপোজিট থেকে দেয়া হবে। কিন্তু আমার যতটুকু ধারনা, এই প্রসেস ও একটা লম্বা সময়ের। ব্যাংক দেউলিয়া ঘোষনা করার কয়েক বছর পরেও টাকা পাবেন কি না সেটা নিয়েও সন্দেহ আছে। ব্যাংক এর ওপর কোনো দিনই আমার আস্থা ছিলো না, আর আস্থা রাখতেও যাবো না।
আপনি তো হয়ে আরো ভয়ংকরি তথ্য দিলেন। যদিও এতদিন ওই টাকা নিয়ে কোন টেনশন ছিল না বর্তমানে ওই টাকা নিয়ে টেনশন হচ্ছে এই মাস শেষে আবার একটু ব্যাংকে যাব আপডেট নিতে যদিও আজকে শুনলাম যে তারা নাকি এখন ১০ হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকা করে উত্তোলন লিমিট করেছে।
যদিও এটা আশার বাণী দেখা যাচ্ছে তারপরও আমার তাদের কথার উপর বিশ্বাস হচ্ছে না যে তারা ৩০ দিন পর থেকেই আবার আগের মতন ব্যবস্থা নিয়ে আসবে। কারণ তাদের অনলাইন এন পি এস বি ট্রানজেকশন এখনো ব্লক করে রাখা হয়েছে।
৫০ হাজার বা ১ লাখ টাকা রাখাই বেশি মনে হয় আমার কাছে। তবে দরকারি সময়ে এই পরিমান টাকা লাগে, যেটা ব্যাংক এ রাখা যেতে পারে।
কথা ঠিক ৫০ বা ১ লাখ টাকা রাখা ভালো যদি আমার এক্সপেরিয়েন্সের কথা চিন্তা করি।
কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ক্রিপ্ত কারেন্সি এর সাথে কানেক্টেড এবং আপনার নির্দিষ্ট কোন আলাদা ইনকাম সোর্স নাই সেই সময় যদি ধরেন আল্লাহ না করুক কারোর কোন ইমারজেন্সি সিচুয়েশন আসলো যেখানে তার 10 লাখ টাকা বা বিশ লাখ টাকা প্রয়োজন।
অথবা আমার কথাই ধরেন আমি একজন স্টুডেন্ট আমিও অনেকদিন যাবত নিজের জন্য একটা গাড়ি কেনার চিন্তা করতেছি এখন হঠাৎ করে যদি আমি আমার ব্যাংক একাউন্টে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি অ্যাড করি অবশ্যই ব্যাংক আমাকে জিজ্ঞাসা করবে টাকার সোর্স কি।