কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ক্রিপ্ত কারেন্সি এর সাথে কানেক্টেড এবং আপনার নির্দিষ্ট কোন আলাদা ইনকাম সোর্স নাই সেই সময় যদি ধরেন আল্লাহ না করুক কারোর কোন ইমারজেন্সি সিচুয়েশন আসলো যেখানে তার 10 লাখ টাকা বা বিশ লাখ টাকা প্রয়োজন।
অথবা আমার কথাই ধরেন আমি একজন স্টুডেন্ট আমিও অনেকদিন যাবত নিজের জন্য একটা গাড়ি কেনার চিন্তা করতেছি এখন হঠাৎ করে যদি আমি আমার ব্যাংক একাউন্টে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি অ্যাড করি অবশ্যই ব্যাংক আমাকে জিজ্ঞাসা করবে টাকার সোর্স কি।
আপনার সিচুয়েশন ভিন্ন। আমার সিচুয়েশন ভিন্ন। আমি কখনোই ১ দিনে ব্যাংক এ ৫ লাখ টাকা আনতে যাবো না। যদি আমার ইমারজেন্সি ৫ লাখ টাকা দরকার পড়ে, আমি ৩-৪ টা ব্যাংক একাউন্ট ব্যাবহার করবো। যেহেতু ব্যাংক একাউন্ট ব্যাবহার করাই হয়ে থাকে, একাধিক ব্যাংক একাউন্ট থাকলে সেগুলো ব্যাবহার করবেন। আমার সব মিলিয়ে ৬ টি ব্যাংক একাউন্ট আছে যার মধ্যে ৩ টা একদম নিস্ক্রিয় অবস্থায়। আমি চাইলে বাকি ৩ টা ব্যাংক একাউন্ট ব্যাবহার করতে পারি। পূবালী ব্যাং এবং উত্তরা ব্যাংক ব্যাবহার বন্ধ করে দিয়েছি। ইসলামী ব্যাংক ব্যাবহার করি সেলফিন থাকার কারনে। যদিও এখানে ২০ হাজার টাকার বেশি অন্য ব্যাংক এ পাঠানো যায় না। এছাড়া ডাচ বাংলা ব্যাংক ব্যাবহার করছি এবং এর এটিএম যেখানে সেখানে পাওয়া যায়। ৪ টা কার্ড দিয়ে চাইলেই ১ দিনে ২ লাখ টাকা তোলা যাবে ব্যাংক এ যাওয়া ছাড়াই। আর আমি আগে জব করতাম, এখন বিজনেস করি। আমার টাকার সোর্স নিয়ে কখনো প্রশ্ন করেনি। আর করবে বলে আশা করি না।