Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 21/12/2024, 21:10:01 UTC
আপনার সিচুয়েশন ভিন্ন। আমার সিচুয়েশন ভিন্ন। আমি কখনোই ১ দিনে ব্যাংক এ ৫ লাখ টাকা আনতে যাবো না। যদি আমার ইমারজেন্সি ৫ লাখ টাকা দরকার পড়ে, আমি ৩-৪ টা ব্যাংক একাউন্ট ব্যাবহার করবো। যেহেতু ব্যাংক একাউন্ট ব্যাবহার করাই হয়ে থাকে, একাধিক ব্যাংক একাউন্ট থাকলে সেগুলো ব্যাবহার করবেন। আমার সব মিলিয়ে ৬ টি ব্যাংক একাউন্ট আছে যার মধ্যে ৩ টা একদম নিস্ক্রিয় অবস্থায়। আমি চাইলে বাকি ৩ টা ব্যাংক একাউন্ট ব্যাবহার করতে পারি। পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক ব্যাবহার বন্ধ করে দিয়েছি। ইসলামী ব্যাংক ব্যাবহার করি সেলফিন থাকার কারনে। যদিও এখানে ২০ হাজার টাকার বেশি অন্য ব্যাংক এ পাঠানো যায় না। এছাড়া ডাচ বাংলা ব্যাংক ব্যাবহার করছি এবং এর এটিএম যেখানে সেখানে পাওয়া যায়। ৪ টা কার্ড দিয়ে চাইলেই ১ দিনে ২ লাখ টাকা তোলা যাবে ব্যাংক এ যাওয়া ছাড়াই। আর আমি আগে জব করতাম, এখন বিজনেস করি। আমার টাকার সোর্স নিয়ে কখনো প্রশ্ন করেনি। আর করবে বলে আশা করি না।
মেইন বিষয়টাই তো এখানে আপনি জব করেছেন এবং বর্তমানে বিজনেস করতেছেন আর আমি জব এবং বিজনেস দুটোর একটাও করি না আর যদি বলে ফ্রিল্যান্সিং করতেছি তাহলে এটা ডকুমেন্ট দেখাতে হবে তাছাড়া আমার আর্নিং এর  বেশিরভাগ অংশ শুধুমাত্র ক্রিপ্ত  থেকে আসে, ডকুমেন্ট চাইলে তাদেরকে শো করতে গিয়ে আরো অন্য রকমের ভেজালে পড়বো তাছাড়া আমি মনে করি স্টুডেন্ট অবস্থায় এতগুলো ব্যাংক একাউন্ট থাকাও অনেকটা রিস্কি,
কারণ বর্তমানে আমি যে ব্যাংক ইউজ করি সেই ব্যাংকে যখন আমি একাউন্ট খুলতে গেলাম তখন আমাকে ব্যাংক থেকে বলা হয়েছিল যে আমার ইনকাম সোর্স কি যখন আমি স্টুডেন্ট বললাম তখন তারা বলল ইনকাম সোর্স দেখাতে হবে তখন আর কি করবো নিজের বাপের ইনকাম ট্যাক্স এর ডকুমেন্ট এবং সেই সাথে এড করে দিলাম আমি আমার বাপের থেকে ৩০ হাজার টাকা করে প্রতি মাসে পাই। বুঝেন তাইলে আমার অবস্থা।

এখন চিন্তা করতেছি বিজনেস লাইসেন্স নিয়ে ছোটখাটো অনলাইনে বিজনেস চালু করার জন্য যেন  এটলিস্ট যদি কখনো অডিট বা জিজ্ঞাসার সামনে পরী , সেখান থেকে কিছু দেখিয়ে বেরিয়ে আসতে পারি।

দেখেন ভাই কপাল কষ্ট করে আর্নিং করবো কিন্তু ভাব এমন ভাবে নিতে হবে যেন চুরি করতেছি। 🥱

যাইহোক খালিদ ফারহান এর ভিডিওর কথা মনে পড়ে গেল-
যারা দেখেন নাই তারা দেখতে পারেন এবং চাইলে আশেপাশের মানুষজনকে একটু দেখাতে পারেন।
Code:
https://www.youtube.com/watch?v=TyeWWvBKO7w