কারণ বর্তমানে আমি যে ব্যাংক ইউজ করি সেই ব্যাংকে যখন আমি একাউন্ট খুলতে গেলাম তখন আমাকে ব্যাংক থেকে বলা হয়েছিল যে আমার ইনকাম সোর্স কি যখন আমি স্টুডেন্ট বললাম তখন তারা বলল ইনকাম সোর্স দেখাতে হবে তখন আর কি করবো নিজের বাপের ইনকাম ট্যাক্স এর ডকুমেন্ট এবং সেই সাথে এড করে দিলাম আমি আমার বাপের থেকে ৩০ হাজার টাকা করে প্রতি মাসে পাই। বুঝেন তাইলে আমার অবস্থা।
এতো তামাশার কোনো দরকার নাই। আপনি আপনার এলাকায় কোথায় এজেন্ট ব্যাংকিং আছে, সেটা দেখেন। মেইন ব্রাঞ্চ গুলোতে এক এক জনের ভাবের জ্বালায় টেকা যায় না। কিন্তু এজেন্ট ব্যাংকিং থেকে একাউন্ট করবেন, সেখানে পরিচিত লোক পেয়ে যাবেন। আমার এলাকায় ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আছে এবং এগুলো পরিচালনা করে পরিচিত লোকজন। সবাই জানে আমি অনলাইনে টুকিটাকি কাজ করি। তবুও আমি ব্যাংক এ অতো লেনদেন করি না।
আমার যা ক্যাশ করা লাগে, তা বিকাশ নগদেই নিয়ে আসি। ব্যাংক পেমেন্টে যে ডলার রেট দেয়, বিকাশ নগদে তার থেকে কিছু বেশি দেয়। খরচ বাদ দিলে প্রায় সমান সমান। ব্যাংক রিস্কি মনে হলে বিকাশ, নগদ আর রকেট মিলিয়ে দিনে ১ লাখ টাকা ক্যাশ করা কোনো ব্যাপারই না। হুদাই প্যাড়া নেওয়ার দরকার নাই।