Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 23/12/2024, 03:50:49 UTC
Computer Mania তে এমন সিমিলার কনফিগের ল্যাপটপ ১-১.২ লাখে সেল হচ্ছে।

Mac নিয়ে আমার আইডিয়া নাই। আর পিসি বিল্ড করলে এই ব্যাজেটে জিপিইউ পাবো না। হেভি পারফরমেন্স লাগবে আবার পোর্টেবল হলেও ভালো লাগতো। যদিও কাস্টম পিসিকে কেউ টেক্কা দিতে পারবে না অবিয়েসলি। এখন আমার কি করা উচিত আপনাদের মতে। আরো টাকা জমায়ে বা এখন বিল্ড করে ৬ মাস পর জিপিইউ লাগানো উচিত নাকি Victus. নিয়ে  নেয়া উচিত?

বড় বড় মানুষের বড় বড় কাজ কাম। আমি ৩০ হাজার টাকার পটেটো পিসি ইউজ করতেছি ৩-৪ বছর ধরে, এখন অব্দি আলহামদুলিল্লাহ ভালোই। আপগ্রেড বলতে একটা RAM লাগাইছি ৮ জিবি, টোটাল ১৬ জিবি করছি। আর ৫১২ GB একাট SSD লাগাইছি। আমি যেসব কাজ করি, তার জন্য এর চাইতে বেশি লাগে না আমার। তবে আপনি যদি ভারি কাজ করেন, তাহলে তো ভালো পিসি লাগবেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি যে মানুষ এক্সপেন্সিভ বিল্ড করে শখের বশে। তারপর সেটা সাধারন কাজেই ইউজ করে। প্রফেশনাল কাজ করলে ভিন্ন কথা। তখন সেরকম মানের একটা পিসি দরকার থাকেই। কিন্তু ডে টু ডে কাজের জন্য ৩০-৪০ হাজার টাকার বেশি খরচ করার কোনো মানে হয় না।

আমাদের এলাকার একজন টিচার, এক্সেল ওয়ার্ডে কাজ করার জন্য ৯০ হাজার টাকার পিসি বিল্ড করছে। উনি চাইলে ১০ হাজার টাকার ল্যাপটপেই সেটা করতে পারতো। এখন উনি আফসোস করে বলে, আমি তো এটা স্কুলে নিয়ে যাইতে পারি না। ছোট কাজের জন্য বাসায় যাওয়া লাগে। তো, ডিপেন্ড করবে আসলে আপনার ওপর। আপনি নিজেই ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।