Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 23/12/2024, 06:08:50 UTC
Mac নিয়ে আমার আইডিয়া নাই। আর পিসি বিল্ড করলে এই ব্যাজেটে জিপিইউ পাবো না। হেভি পারফরমেন্স লাগবে আবার পোর্টেবল হলেও ভালো লাগতো। যদিও কাস্টম পিসিকে কেউ টেক্কা দিতে পারবে না অবিয়েসলি। এখন আমার কি করা উচিত আপনাদের মতে। আরো টাকা জমায়ে বা এখন বিল্ড করে ৬ মাস পর জিপিইউ লাগানো উচিত নাকি Victus. নিয়ে  নেয়া উচিত?

অনেকের কাছে এই মডেল নিয়ে ভালো কথা শুনছি। একদম পারফেক্ট কম্বো নাকি। জাস্ট একটাই সমস্যা বিল্ড কোয়ালিটি নাকি প্লাস্টিকি ফিল হয়ে, আর ডিসপ্লে নাকির wobble করে (ওয়াবেল মানে হচ্ছে কাপা, যখন টাইপ করবেন বা কিছু তখন ডিসপ্লে দেখবেন সামনে পেছনে আসবে যাবে)। তবে এটা আহামরি কিছু না।
এখানে কথা হচ্ছে ভাই আপনি পার্মানেন্টলি বাসায় কাজ করার জন্য ডিভাইস কিনবেন নাকি হেনরি করে বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করবেন। যদি পার্মানেন্টলি বাসায় ব্যবহার করেন তাহলে পিসি বিল্ড আপ করাই ভালো। বাসায় যদি কাজ করেন পার্মানেন্টলি তাহলে পিসি নিয়ে নেন ভাই। বর্তমান সময় যদি GPU সহ নিতে না পারেন তাহলে আপাতত পিসিবির লাভ করেন কিছুদিন পরে আপনার সুবিধামতো GPU লাগিয়ে নেবেন। ল্যাপটপের তুলনায় পিসি অনেক ভালো যদি আপনি পার্মানেন্টলি বাসায় কাজ করেন।

আর যদি ভাই একটু বাহিরেও ব্যবহার করা লাগে সুবিধামতো কোথাও নিয়ে যাওয়া যায় এরকম চান তাহলে অবশ্যই ল্যাপটপ কিনতে হবে। একটু ভালো কনফিগের ভিতর ল্যাপটপ কিনে নিলেই হয়ে যাবে। যদিও আমি ল্যাপটপ ব্যবহার করি কারণ আমার ল্যাপটপ নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। ভার্সিটিতেও মাঝে মাঝে লাগে সেজন্য আমি ল্যাপটপ নিয়েছি। আমি MSI Modern 15 A5M (Rayzen 5 5500U 15.6" 8GB-Up to 64GB, 512GB SSD) FHD এর ল্যাপটপ ২০২১ সাল থেকে ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ আমারটার কোন সমস্যা হয়নি। আমি ল্যাপটপটা কিনেছি অনেক স্লিম এটা দেখে। কোথাও ক্যারি করে যেন নিতে পারি খুব সহজে সেজন্য এটা নিয়েছিলাম। আমার এই ল্যাপটপ দিয়ে যে পরিমাণ কাজ করি বা করছি তবুও সেই পারফরম্যান্স দিচ্ছে এখনো।

HP Victus 15-FB2072WM এটাও ভালো পারফরমেন্স ভাই। এটা ওভার আল এই বাজেটে সেরা ভাই। গেমিং ল্যাপটপ গুলা ভাই আসলেই ভালো পারফরম্যান্স করে। আপনি যদি কোথাও ক্যারি করতে চান কোন সময় আপনাদের সুবিধামতো তাহলে ল্যাপটপ নিয়ে নেন। HP এটা না নিয়ে যদি অন্য কোন ব্র্যান্ডে শিফট করতে চান তাহলে আমি Asus এর দিকে শিফট করতে বলবো।
Asus TUF Gaming A15 FA506NCR Ryzen 7 7435HS RTX 3050 4GB Graphics 15.6" FHD Gaming. এটাও দেখতে পারেন ভাই। আমি পরবর্তী সময়ে শিফ্ট করলে Asus এ শিফ্ট করবো। গেমিং এর দিক দিয়া Asus সেরা ভাই।