যাই হোক ওভারঅল সব কাজের জন্যই আমি ল্যাপটপ/পিসি নিতে চাই। স্প্রেডশিট অপডেট করা থেকে শুরু করে ভারি ভারি সফটওয়ার চালানো সব। সবাইই শখের বশেই বিল্ড করে ভাই। আমারও সেইম রিজন। নিবো যখন ভালো টাই নিবো, হোক সেটা ৫-১০ টাকা বেশি, এই মাইন্ডসেট আমার।
৩০ হাজার টাকাই কি পিসি পাওয়া যায় আমার আইডিয়া নাই। আমার এক বড় ভাই পিসি বিল্ড করছে, তার CPU এর দাম ই ৪৫ হাজার, জাস্ট CPU, লল। বাকি পার্টস তো এখনো ধরিই নি।
আমি আপনার কাজের ধরন জানি না। কি কাজ করবেন সেটা জানি না। কোন লেভেলের ভারী সফটওয়্যার ইউজ করবেন, সেটা আপনি না বললে আপনাকে কেউ কোনোদিন সঠিক সাজেশন দিতে পারবে না। এজন্য পিসি বিল্ড এর গ্রুপ গুলোতে দেখবেন পিসি বিল্ড এর উদ্দেশ্য বা কি কাজে ব্যাবহার করবেন সেটা উল্লেখ না করলে পোষ্ট এপ্রুভ করতে চায় না। আমি যেহেতু মাঝারী এবং লাইটওয়েট কাজ করি, তাই ২ টা ডিভাইস ইউজ করি। দোকানের জন্য পিসি, যেটা রাইজেন ৩২০০জি এন্ট্রি লেভেলের সিপিইউ দিয়ে বিল্ড করা। গ্রাফিক্স কার্ড ছিলো আগে, যেটা আপাতত সমস্যার কারনে খুলে রাখছি। এটাতে সাধারনত ফটোশপ ইলাষ্ট্রেটরের মতো মাঝারি সাইজের সফটওয়্যার ইউজ করি।
আর বাইরে যাওয়ার জন্য একদম কম দামী একটা ল্যাপটপ। যেনো বাজারে যদি না যাই, বা কোথাও বেড়াতে যাই, সেই সময় যেনো ফোরাম একসেস করতে পারি। তো, আপনি যেহেতু ভারি কাজ করবেন, আবার পোর্টেবিলিটি চাচ্ছেন, তাহলে কম দামে আপনার জন্য কোনো ল্যাপটপ নাই। লাখ টাকার আশেপাশে কিনে নেন।