বড় বড় মানুষের বড় বড় কাজ কাম। আমি ৩০ হাজার টাকার পটেটো পিসি ইউজ করতেছি ৩-৪ বছর ধরে, এখন অব্দি আলহামদুলিল্লাহ ভালোই। আপগ্রেড বলতে একটা RAM লাগাইছি ৮ জিবি, টোটাল ১৬ জিবি করছি। আর ৫১২ GB একাট SSD লাগাইছি। আমি যেসব কাজ করি, তার জন্য এর চাইতে বেশি লাগে না আমার। তবে আপনি যদি ভারি কাজ করেন, তাহলে তো ভালো পিসি লাগবেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি যে মানুষ এক্সপেন্সিভ বিল্ড করে শখের বশে। তারপর সেটা সাধারন কাজেই ইউজ করে। প্রফেশনাল কাজ করলে ভিন্ন কথা। তখন সেরকম মানের একটা পিসি দরকার থাকেই। কিন্তু ডে টু ডে কাজের জন্য ৩০-৪০ হাজার টাকার বেশি খরচ করার কোনো মানে হয় না।
আমাদের এলাকার একজন টিচার, এক্সেল ওয়ার্ডে কাজ করার জন্য ৯০ হাজার টাকার পিসি বিল্ড করছে। উনি চাইলে ১০ হাজার টাকার ল্যাপটপেই সেটা করতে পারতো। এখন উনি আফসোস করে বলে, আমি তো এটা স্কুলে নিয়ে যাইতে পারি না। ছোট কাজের জন্য বাসায় যাওয়া লাগে। তো, ডিপেন্ড করবে আসলে আপনার ওপর। আপনি নিজেই ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
মিয়া মজা লইয়েন না। আপনার মতো বড় হতে অনেক দূর বাকি।
আমি নিজেও একটা সেকেন্ড হ্যান্ড পটাটো ল্যাপটপ চালাই ~ i5 8gen, 128 GB SSD, 8GB RAM। কল কবজা ঠিক থাকলেও হতো, বাট সেটাও নাই। নানান রোগে আক্রান্ত। প্রথমে ডিসপ্লে নষ্ট হলো, রিপ্লেস করলাম। তারপর নষ্ট হলো হার্ডডিস্ক, ssd লাগালাম, তারপর নষ্ট হলো স্পিকার, ঠিক করিনি। আর সসর্বশেষে আবার ডিসপ্লে নষ্ট হইছে, এই কিছু মাস আগে। ঠাস করে লাইন পড়ছে, ঠিক করতে ৬-৭ হাজার লাগবে তাই ওমন আধা নষ্টই চালাচ্ছি। ওহ ব্যাটারি তো বহু বছর আগেই গেছে, ডাইরেক্ট লাইন ছাড়া ২ মিনিটও চলে না। একটা ICU এর রুগিরও মেইবি এতো রোগ থাকে না যতটা আমার ল্যাপটপের আছে।
যাই হোক ওভারঅল সব কাজের জন্যই আমি ল্যাপটপ/পিসি নিতে চাই। স্প্রেডশিট অপডেট করা থেকে শুরু করে ভারি ভারি সফটওয়ার চালানো সব। সবাইই শখের বশেই বিল্ড করে ভাই। আমারও সেইম রিজন। নিবো যখন ভালো টাই নিবো, হোক সেটা ৫-১০ টাকা বেশি, এই মাইন্ডসেট আমার।
৩০ হাজার টাকাই কি পিসি পাওয়া যায় আমার আইডিয়া নাই। আমার এক বড় ভাই পিসি বিল্ড করছে, তার CPU এর দাম ই ৪৫ হাজার, জাস্ট CPU, লল। বাকি পার্টস তো এখনো ধরিই নি।
যাই হোক দেখি কি করা যায়, এখনো কিছু টাকা সর্ট আছে, ঐটা হতে হতে ডিশিসন নিবো নি।
এখানে কথা হচ্ছে ভাই আপনি পার্মানেন্টলি বাসায় কাজ করার জন্য ডিভাইস কিনবেন নাকি হেনরি করে বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করবেন। যদি পার্মানেন্টলি বাসায় ব্যবহার করেন তাহলে পিসি বিল্ড আপ করাই ভালো। বাসায় যদি কাজ করেন পার্মানেন্টলি তাহলে পিসি নিয়ে নেন ভাই। বর্তমান সময় যদি GPU সহ নিতে না পারেন তাহলে আপাতত পিসিবির লাভ করেন কিছুদিন পরে আপনার সুবিধামতো GPU লাগিয়ে নেবেন। ল্যাপটপের তুলনায় পিসি অনেক ভালো যদি আপনি পার্মানেন্টলি বাসায় কাজ করেন।
আর যদি ভাই একটু বাহিরেও ব্যবহার করা লাগে সুবিধামতো কোথাও নিয়ে যাওয়া যায় এরকম চান তাহলে অবশ্যই ল্যাপটপ কিনতে হবে। একটু ভালো কনফিগের ভিতর ল্যাপটপ কিনে নিলেই হয়ে যাবে। যদিও আমি ল্যাপটপ ব্যবহার করি কারণ আমার ল্যাপটপ নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। ভার্সিটিতেও মাঝে মাঝে লাগে সেজন্য আমি ল্যাপটপ নিয়েছি। আমি MSI Modern 15 A5M (Rayzen 5 5500U 15.6" 8GB-Up to 64GB, 512GB SSD) FHD এর ল্যাপটপ ২০২১ সাল থেকে ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ আমারটার কোন সমস্যা হয়নি। আমি ল্যাপটপটা কিনেছি অনেক স্লিম এটা দেখে। কোথাও ক্যারি করে যেন নিতে পারি খুব সহজে সেজন্য এটা নিয়েছিলাম। আমার এই ল্যাপটপ দিয়ে যে পরিমাণ কাজ করি বা করছি তবুও সেই পারফরম্যান্স দিচ্ছে এখনো।
HP Victus 15-FB2072WM এটাও ভালো পারফরমেন্স ভাই। এটা ওভার আল এই বাজেটে সেরা ভাই। গেমিং ল্যাপটপ গুলা ভাই আসলেই ভালো পারফরম্যান্স করে। আপনি যদি কোথাও ক্যারি করতে চান কোন সময় আপনাদের সুবিধামতো তাহলে ল্যাপটপ নিয়ে নেন। HP এটা না নিয়ে যদি অন্য কোন ব্র্যান্ডে শিফট করতে চান তাহলে আমি Asus এর দিকে শিফট করতে বলবো।
Asus TUF Gaming A15 FA506NCR Ryzen 7 7435HS RTX 3050 4GB Graphics 15.6" FHD Gaming. এটাও দেখতে পারেন ভাই। আমি পরবর্তী সময়ে শিফ্ট করলে Asus এ শিফ্ট করবো। গেমিং এর দিক দিয়া Asus সেরা ভাই। বাইরে যাওয়া পড়তে পারে আমার, পসিবিলিটি আছে।
আপনার ল্যাপটপ ডেইলি টাস্ক করার জন্য উপযুক্ত। U বেইজড CPU। আমি যেটা দেখছি সেটা HS - high performance slim। আমি কিছু কিছু কাজ করি বা শেখার চেষ্টা করতেছি, যেগুলো নরমাল ল্যাপটপ করা সম্ভব না। করা গেলেও অতিরিক্ত লোড পড়বে।
Victus এর দামে কেউই সেইম কনফিগ দিচ্ছে না। Asus এর কথা বল্লেন সবই ঠিক আছে, বাট 4gb RTX, ভ্যালু ফর ম্যানি মনে হয়না। যত বেশি vram পাবো তত বেটার। দাম আর কনফিগ কমপেয়ার করলে victus হলো সেটা কম্বো।
এখনও সময় আছে দেখি কি করা যায়।