Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 30/12/2024, 17:57:11 UTC
ভাই কার কি অবস্থা? ইনভেস্টমেন্ট কতদূর কি? আপ নাকি ডাউন?
টোটাল ইনভেস্টমেন্ট এর দিকে যদি যাই তাহলে লসে নাই তবে ডাউন আছে অনেকটাই।
মার্কেট তো ইউজ কারেকশন নিতেছে এখন তো মার্কেটে শুধু লাল বাত্তি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না একটু আগে বিটকয়েন 92 হাজারের ঘর দিয়ে ঘুরে আসলো। পলিগন আবারও আমাকে  পশ্চাৎ*দেশ মারার ধান্দা করতেছে। তবে আশা রাখতেছি এটা শুধুমাত্র একটি মার্কেট কারেকশন।
Quote
আপনারা এখনো বিটিসি হোল্ড করেতেছেন নাকি কারেকশনের সময় ভয়ে সেল মারছেন? আমি বেশ কিছু বিটিসি হোল্ড করে রেখে দিসি, যা দিন দিন কমতেই আছে। দোয়া করেন ২০২৫ এ যেনো ভালোভাবে অল্ট সিজন শুরু হতে পারে। অলরেডি হিউজ পাম্প দেখতেছি। আমার হোল্ডে বেশ কিছু অল্ট আছে যেগুলোতে অলরেডি ২০০-৩০০% পাম্প হইছে।
টার্গেট ভাই ১২০কে আশা করি তার আগে সেল দেওয়া লাগবে না দরকার পরলে সামনের সিজনে সেল দিব। কিন্তু ঝামেলা হইলো গিয়া অল্ট কয়েন গুলারে নিয়া। এগুলারে কখন সেল দিব এইটা নিয়া বিপদে রয়েছি।
যাই হোক আমি আবারও আশা করতেছি বিটকয়েনের এই কারেকশন হয়তো অল্ট  কয়েন সিজনকে আমন্ত্রণ জানাবে। কেননা বিটকয়েন যখন ডাম্প করে এবং ফুড এর  কারণে ইনভেস্টাররা যখন ধীরে ধীরে অল্ট কয়েন এর দিকে ঝুঁকে তখনই অল্ট কয়েন এর মার্কেট বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে অল্ট কয়েন সিজন এর সূচনা হয়। আমি আশা করব এবারের কারেকশন বিটকয়েনের ডোমিনান্স মার্কেট থেকে কমাবে এবং সেই সাথে অল্ট কয়েনের ডমিনেন্স একটু হলেও বাড়াবে আর সেটাই হয়তো সিগন্যাল দেবে সামনে অল্ট কয়েন সিজন শুরু হবে কিনা ।

 আর ভাই এরকমভাবে কোথায় কম্পেয়ার করা যায়  কারো কাছে কি কোন ভালো ওয়েবসাইট এর নাম-ঠিকানা হবে?