Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 30/12/2024, 20:28:46 UTC
কেউ জব না করলে ব্যবসা না করলে সেক্ষেত্রে TIN সার্টিফিকেট পাবে কিভাবে? আমি এবিষয়ে একটু বেশিই কাঁচা, তাই কোনো স্টুপিড প্রশ্ন করলে ইগনোর বা বুঝায় দিয়েন।
ভাই TIN করতে আপনার কোনো জব বা ব্যবসা কিছু থাকতে হয় না আপনার শুধু NID থাকলেই হয়। নাম এড্রেস NID info দিয়া রেজিস্ট্রেশন করবেন সাথে সাথে সার্টিফিকেট পাবেন যদিও সেখানে    পেশা ফিল - আপ করার জন্য একটা অপশন আছে সেখানে অসংখ্য পেশা আছে এবংকি ছাত্রও পাবেন অপশনে। তাই TIN সার্টিফিকেট করা কোনো ঝামেলা না। তবে ঝামেলা পোহাতে পারেন প্রতি বছর রিটার্ন দিতে।

Quote
আমার নিজের কোনো TIN সার্টিফিকেট নেই, কিভাবে কি সেটাও জানিনা, কখনো দরকারও পড়ে নাই। আমি এতোদিন যতোদূর জানতাম একটা নিদিষ্ট এমাউন্টের উপরে ইনকাম থাকলে, বা বড় বিজনেস থাকলে, বা সরকারি চাকুরীজীবী হলে, সেক্ষেত্রে TIN সার্টিফিকেট করতে হয়, ট্রাক্স ভড়তে হয়, আর রির্টান জমা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। রেজিস্টেশনের জন্য মিনিমাম একটা রিকয়ারমেন্ট লাগে আরকি!
ছেলেদের জন্য 3 লাখ আর মেয়েদের জন্য বছরে 3.5 লাখ টাকা এর উপরে ইনকাম থাকলে এই টাকার উপরে যত টাকা ইনকাম থাকবে সেই টাকার উপর ট্যাক্স দিতে হবে। যদি আপনি শুধু TIN সার্টিফিকেট করেন রিটার্ন না দেন তাহলে সেই সার্টিফিকেট কোনো কাজে লাগবে না। আবার একবার রিটার্ন দিলে তখন মাধতামূলক প্রতি বছর দিতেই হবে। আপনার ইনকাম না থাকলে জিরো রিটার্ন দেখাবেন তবে রিটার্ন সাবমিট করতেই হবে।

Quote
এখন আমার যদি এসব নাই থাকে, জাস্ট স্বল্প আয়ের একটা FDR থাকে, সেক্ষেত্রে সিস্টেম কি?
TIN না থাকলে সম্ভবত পাবেন না। তবে যে ব্যাংকে FDR আছে সেই ব্যাংকে কথা বলে দেখতে পারেন । তবে মনে হয় না কাজ হবে কারণ TIN ছাড়া দেয়না এটা শিওর হলাম এই কারণে আমি সে বছর Credit card নিচ্ছি সেই বছরের আয়কর রিটার্ন দেওয়া ছিল না তখন আমাকে বলছিলো যে রিটার্ন দিয়ে সেই কাগজ জমা দিতে আর রিটার্ন এর কাগজ জমা দেওয়ার পর প্রোসেস শুরু করছে। যদিও ব্যাংক কর্মকর্তা আমাকে রিকোয়েস্ট করে credit card করে দিয়েছিল কারণ তার সেই বছরের টার্গেট পূরণ হচ্ছিল না। তবুও আপডেট রিটার্ন এর কাগজ ছাড়া হয়নাই।