টোটাল ইনভেস্টমেন্ট এর দিকে যদি যাই তাহলে লসে নাই তবে ডাউন আছে অনেকটাই।
মার্কেট তো ইউজ কারেকশন নিতেছে এখন তো মার্কেটে শুধু লাল বাত্তি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না একটু আগে বিটকয়েন 92 হাজারের ঘর দিয়ে ঘুরে আসলো। পলিগন আবারও আমাকে পশ্চাৎ*দেশ মারার ধান্দা করতেছে। -snip-
টার্গেট ভাই ১২০কে আশা করি তার আগে সেল দেওয়া লাগবে না দরকার পরলে সামনের সিজনে সেল দিব। কিন্তু ঝামেলা হইলো গিয়া অল্ট কয়েন গুলারে নিয়া। এগুলারে কখন সেল দিব এইটা নিয়া বিপদে রয়েছি। যাই হোক আমি আবারও আশা করতেছি বিটকয়েনের এই কারেকশন হয়তো অল্ট কয়েন সিজনকে আমন্ত্রণ জানাবে।
মিয়া অধা ঘন্টা আগেই না দেখলাম ৯১ কে সামথিং, আর এখন ৯৪.৫ কে তে উপর নিচ হয়, ঠাস করে ৩ কে উপরে উঠে গেছে। 🤦♂️
পলিগনে কত লাগায় রাখছেন? ১ মাসে পলিগন ভালোই ডাইন গেছে দেখলাম। ও সমস্যা না, ফর্মে আসলে আবার আগের পজিশনে চলে আসবে ধীরে ধীরে। আমার কিছু কিছু অল্ট ৩-৫x হয়ে গেছে, জাস্ট কয়েকদিনেন ব্যবধানে, আরো হোল্ড করবো ভাবতেছি, বেচি নাই।
কেননা বিটকয়েন যখন ডাম্প করে এবং ফুড এর কারণে ইনভেস্টাররা যখন ধীরে ধীরে অল্ট কয়েন এর দিকে ঝুঁকে তখনই অল্ট কয়েন এর মার্কেট বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে অল্ট কয়েন সিজন এর সূচনা হয়। আমি আশা করব এবারের কারেকশন বিটকয়েনের ডোমিনান্স মার্কেট থেকে কমাবে এবং সেই সাথে অল্ট কয়েনের ডমিনেন্স একটু হলেও বাড়াবে আর সেটাই হয়তো সিগন্যাল দেবে সামনে অল্ট কয়েন সিজন শুরু হবে কিনা ।
আরেকটা সমস্যা হলো টাইম ব্যবধান অনেক কম অল্টের ক্ষেত্রে। রাতে ঘুমানোর আগে দেখি ৫০% আপ, সকালে উঠে দেখি ১০০% ডাউন, মানে চোঁখের পলকে এপিঠওপিঠ (উদাহরণ দিলাম জাস্ট)। বিটকয়েনের ক্ষেত্রে এমনটা দেখিনি, সহজে ম্যানুপুলেট হয় না আমার মতে, বড় বড় শকিং নিউজ লাগে প্রভাব বিস্তার করতে, প্রাইজে চেন্জ আনতে (যেমন ট্রাম্পের জয়, পাউলের রিসেন্ট বক্তব্য, মাইক্রোস্ট্রাটাজিস্ট, ব্লাকরক ইত্যাদি)।
আমার নিজের ধারণা এটা যদিও।
আর ভাই এরকমভাবে কোথায় কম্পেয়ার করা যায় কারো কাছে কি কোন ভালো ওয়েবসাইট এর নাম-ঠিকানা হবে?
আপনি পাইলে আমারেও দিয়েন তোহ!
আপনি কোনো জব করেন না ব্যাবসা করেন না আপনি Cradit Card নিতে পাড়বেন ?
Cradit Card হচ্ছে এক প্রকার লোন সুবিধা আপনি এ ক্ষেত্রেও FDR জামানত রেখে Cradit Card নিতে পাড়বেন তবে এর জন্য আপনার Taxpayer's Identification Number (TIN) সার্টিসিকেট থাকতে হবে ও আপডেট রিটার্ন দেওয়া থাকতে হবে।
ভালো লিখছেন। যদিও বেমালা টাইম লাগলো পোস্টটি পড়তে। যাই হোক, এই পয়েন্টটা নিয়ে কনফিউশন ছিলো একটু!
কেউ জব না করলে ব্যবসা না করলে সেক্ষেত্রে TIN সার্টিফিকেট পাবে কিভাবে? আমি এবিষয়ে একটু বেশিই কাঁচা, তাই কোনো স্টুপিড প্রশ্ন করলে ইগনোর বা বুঝায় দিয়েন।
আমার নিজের কোনো TIN সার্টিফিকেট নেই, কিভাবে কি সেটাও জানিনা, কখনো দরকারও পড়ে নাই। আমি এতোদিন যতোদূর জানতাম একটা নিদিষ্ট এমাউন্টের উপরে ইনকাম থাকলে, বা বড় বিজনেস থাকলে, বা সরকারি চাকুরীজীবী হলে, সেক্ষেত্রে TIN সার্টিফিকেট করতে হয়, ট্রাক্স ভড়তে হয়, আর রির্টান জমা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। রেজিস্টেশনের জন্য মিনিমাম একটা রিকয়ারমেন্ট লাগে আরকি!
তাই আমার মাথার উপর দিয়ে গেলো জিনিসটা! এখন আমার যদি এসব নাই থাকে, জাস্ট স্বল্প আয়ের একটা FDR থাকে, সেক্ষেত্রে সিস্টেম কি?