Post
Topic
Board Other languages/locations
HAPPY NEW YEAR
by
Wonder Work
on 31/12/2024, 17:45:25 UTC
By the way, ২০২৫ সালে আমাদের এই ফোরামের সকল সদস্যসহ আপনার এবং আপনার পরিবারের সকল সদস্য সুস্থ থাকুক এবং সুন্দর থাকুক এই কামনা করি।


দেখতে দেখতে আমরা সকলে মিলে এই বছরটা ভালো-মন্দ মিশিয়ে সময় পার করে পরিশেষে বছর তাই শেষ হয়ে গেল আজকেই বছরের নতুন দিন। নতুন বছরকে সাদরে গ্রহণ করতে যাচ্ছে আমরা।

বছরের শুরুর দিন আমরা প্রিয়জনদের সঙ্গে এক জায়গায় জড়ো হই ছোটখাটো আনন্দের আয়োজন করা হয় তবে দিনটির শুরু কিন্তু হয় শুভেচ্ছা জানিয়ে। প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এই দিনটি শুরু করা হয়। নতুন ও সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠাতে কারনা মন চায় তাই আপনাদের জন্য রইল নয়া শুভেচ্ছা বার্তা।

সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং পরিবার-পরিজন নিয়ে বন্ধু স্বজন নিয়ে সকলে এই বছরটি খুব ভালোভাবে উদযাপন করুক এবং সবার জীবনে ভালো কিছু বয়ে আনুক। ২০২৪ সাল আমরা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পার করেছি ২০২৪ সালে আমরা নতুন করে বাংলার স্বাধীনতা ফিরে পেয়েছিলাম ছাত্র জনতার আন্দোলনের পরে। মুক্তির বার্তা নিয়ে আমরা নতুন বছরে পা রাখতে চলছি আশা করি আমাদের এই যাত্রাটা খুবই ভালো হবে। ২০২৫ সাল অনেক নতুন আশা নিয়ে এসেছে আমাদের মাঝে সেই আশার হাত ধরেই যেন আমরা নতুন করে বাঁচা শুরু করি।

নতুন একটা বছর পেলাম আমরা নতুন করে কিন্তু পিছনে ফেলে এসেছে আমরা ২০২৪ কে। ২০২৪ কে আমরা মিস করবো এবং আশা করি ২০২৪ সালের থেকে ২০২৫ সাল আমাদের জন্য মঙ্গলজনক হবে এবং আমরা এটা আশা করি।

ফোরামের সকল ভাই-বোনদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। সকলের সুন্দরভাবে উপভোগ করুন এই দিনটি এবং পরম করুনাময় আল্লাহর কাছে দোয়া করুন যেন এই বছরটি আমাদের সবার জন্য সাফল্যমন্ডিত হয়। পরিশেষে বলি নতুন বছরের ভালোবাসা নিবেন ফোরামের সকল ভাইয়েরা। হ্যাপি নিউ ইয়ার ২০২৫