Post
Topic
Board Other languages/locations
Re: ব্যাংক বিষয়ে বিভিন্ন তথ্য
by
Shishir99
on 01/01/2025, 08:29:37 UTC
নোট ; পোস্ট বিশাল বড় হয়ে গেছে আর কিছু লেখলাম না যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই বলো।

গুরুত্ব পূর্ণ একটা পোষ্ট করেছেন। তবে আপনি অন্য একটা গুরুত্বপূর্ন পয়েন্ট মিস করেছেন। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সকলের মনে একটা প্রশ্ন আছে যে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে? অনেকেই ব্যাংক এর ওপর ভরসা করে লাখ লাখ টাকা রেখেছেন। আমার জানামতে ব্যাংক দেউলিয়া হেয়ে গেলে গ্রাহক অল্প পরিমানে কিছু টাকা পাবে। কিন্তু সেটার প্রসেস কি, নিকট অতীতে ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, ঘটে থাকলে সেই টাকা গ্রাহকরা পেয়েছে কি না, এরকম ডজন খানেক প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি যদি এসব ব্যাপারে কোনো তথ্য শেয়ার করতে পারেন, তাহলে অনেকেই উপকৃত হবে বলে মনে করি।