Post
Topic
Board Other languages/locations
Re: ব্যাংক বিষয়ে বিভিন্ন তথ্য
by
Shishir99
on 02/01/2025, 13:57:59 UTC
তাদের বক্তব্য অনুযায়ী যারা ছোট ছোট আমানতকারী তারা কিছু কিছু করে টাকা জমিয়ে সেই আমানত গুলো রেখেছে তাই যদি তাদের সেই আমানত তারা হারিয়ে ফেলে সেক্ষেত্রে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এটিও স্পষ্ট করে বলেছে যে যার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ হয় তাহলে সে না খেয়ে থাকবে না কারণ তার অন্যদিকে যথেষ্ট পরিমাণ ইনকামের সোর্স আছে যার মাধ্যমে সেগুলোর রিকভার করতে পারবে। কিন্তু যারা ছোট ছোট আমানতকারী যেমন 1-5 লাখ তারা যদি তাদের আমানত হারায় সেক্ষেত্রে তারা পুরোপুরি সর্বশান্ত হয়ে যাবে। তাই ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা ফেরত পাবে এখন থেকে 2 লাখ টাকা
সোর্স - https://youtu.be/ZgDMGq6r9wU?si=MQTwLkaQcPOJx4IE

কারণ হিসাবে তারা যেটা উপস্থাপন করেছে, আমিও সেটার সাথে একমত। একজন সাধারণ মানুষ ২-১ লাখ টাকা যারা ব্যাংকে রেখেছে, সেগুলো খেটে খাওয়া মানুষের কষ্টের ইনকাম। কিন্তু যাদের ব্যাংকে কোটি কোটি টাকা, তাদের বেশিরভাগ ইনকাম অবৈধ ভাবে ইনকাম করা। যদিও আমি এটা জেনারেলাইজ করার কথা বলছি না, কারণ কোটি টাকা থাকা মানেই অবৈধ ইনকাম সেটা নয়। তবে আমি বেশিরভাগ মানুষের কথা বলছি।

কিন্তু তবুও, এমন অনেক মানুষ আছে যারা জমি বিক্রি করা টাকা ব্যাংক একাউন্টে রেখেছে, এমন অনেক মানুষ আছে যাদের শেষ সম্বল তারা ব্যাংক একাউন্ট এ রেখে দিয়েছে জীবনের শেষ সময়ের জন্য। এসব মানুষ যদি ২ লাখ টাকা ক্ষতিপূরন পায়, তারা একেবারে পথে বসার অবস্থা হয়ে যাবে।