নোট ; পোস্ট বিশাল বড় হয়ে গেছে আর কিছু লেখলাম না যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই বলো।
গুরুত্ব পূর্ণ একটা পোষ্ট করেছেন। তবে আপনি অন্য একটা গুরুত্বপূর্ন পয়েন্ট মিস করেছেন। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সকলের মনে একটা প্রশ্ন আছে যে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আমার টাকার কি হবে? অনেকেই ব্যাংক এর ওপর ভরসা করে লাখ লাখ টাকা রেখেছেন। আমার জানামতে ব্যাংক দেউলিয়া হেয়ে গেলে গ্রাহক অল্প পরিমানে কিছু টাকা পাবে। কিন্তু সেটার প্রসেস কি, নিকট অতীতে ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, ঘটে থাকলে সেই টাকা গ্রাহকরা পেয়েছে কি না, এরকম ডজন খানেক প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি যদি এসব ব্যাপারে কোনো তথ্য শেয়ার করতে পারেন, তাহলে অনেকেই উপকৃত হবে বলে মনে করি।
প্রতিটা ব্যাংকের একটি ইন্সুরেন্স থাকে কেন্দ্রীয় ব্যাংকে যদি কোন ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে সেই ইন্সুরেন্স তহবিল থেকে সেই ব্যাংকের গ্রাহকদের কিছুটা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমানত সুরক্ষা আইন করা হয়েছে। তবে এক্ষেত্রে প্রতিটা গ্রাহক এভারেজে একটি টাকা পাবে যার পরিমাণ 1 লাখ টাকা নির্ধারিত করা হয়েছিল তবে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসলে তারপর এটিকে ডাবল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হল 2 লাখ টাকা। তাই বলা যায় যদি কোন ব্যাংক দেউলী হয়ে যায় তাহলে আমার উপকারী ২ লাখ টাকা ফেরত পাবে সে ক্ষেত্রে সেই ব্যাংকের তার যত টাকাই থাক না কেন।
তাদের বক্তব্য অনুযায়ী যারা ছোট ছোট আমানতকারী তারা কিছু কিছু করে টাকা জমিয়ে সেই আমানত গুলো রেখেছে তাই যদি তাদের সেই আমানত তারা হারিয়ে ফেলে সেক্ষেত্রে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এটিও স্পষ্ট করে বলেছে যে যার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে যদি তার অ্যাকাউন্ট ফ্রিজ হয় তাহলে সে না খেয়ে থাকবে না কারণ তার অন্যদিকে যথেষ্ট পরিমাণ ইনকামের সোর্স আছে যার মাধ্যমে সেগুলোর রিকভার করতে পারবে। কিন্তু যারা ছোট ছোট আমানতকারী যেমন 1-5 লাখ তারা যদি তাদের আমানত হারায় সেক্ষেত্রে তারা পুরোপুরি সর্বশান্ত হয়ে যাবে। তাই ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা ফেরত পাবে এখন থেকে 2 লাখ টাকা
সোর্স -
https://youtu.be/ZgDMGq6r9wU?si=MQTwLkaQcPOJx4IE