বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।
দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।
আসলে ভাই আমাদের ফোরাম একটিভিটি ডিপেন্ড করে সুযোগ সুবিধার ওপর। যারা সিগন্যাচার ক্যাম্পেইনে আছে, তারা নিয়মিত পোষ্ট করলেও, সিগন্যাচার ক্যাম্পেইন থেকে ড্রপ হলেই একটিভিটি কমে যায়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আপনি ফোরামে সময় দিতে পারছেন না এর মানে হলো, আপনি যেখানে সময় দিচ্ছেন, সেখানে ফোরাম থেকে যা ইনকাম করতেন তার থেকে বেশি ইনকাম হচ্ছে। আপনি যদি অন্য কোথাও থেকে বেশি ইনকাম করতে পারেন, তাহলে ফোরামে সময় দেয়াটা আপনার কাছে অপচয় মনে হতে পারে। যেহেতু এখান থেকে আপনি কোনো ইনকাম করছেন না, তাই এখানে একটিভ হওয়ার জন্য জোর করে টাইম বের করার দরকার নেই। আপনি টিপিক্যাল রিভিউ মাষ্টার হিসেবে আছেন, যিনি হুটহাট করে দরকারি পোষ্ট নিয়ে আসেন। সেটাই ভালো। তবে যদি সময় বের করে পোষ্ট এর সংখ্যা বাড়াতে পারেন, সেটাও ভালো হবে। ধন্যবাদ কমিউনিটিতে সময় দেয়ার জন্য।