Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: ২০২৪ সাল এর অ্যাক্টিভিটি
by
Review Master
on 03/01/2025, 19:08:51 UTC
⭐ Merited by Crypto Library (1)
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ

5. Review Master [308]  

বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।

দেখি এইবছর কি করা যায়, যদিও এই বছরের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি। বাকি নিজের চেষ্টা এবং আল্লাহ তায়ালার রহমতের উপর নির্ভর করবে। সকলের জন্য শুভকামনা রঈলো এবং নতুন বছরের শুরুতে কে কি পরিকল্পনা তৈরি করলেন রিপ্লাই করে জানাতে পারেন। আমিও হয়তো পরবর্তী পোষ্টটে সেটি নিয়ে কথা বলবো।




টকেনটির মোট সাপ্লাই মাত্র ১০০ মিলিয়ন কিন্তু টোকেনের বর্তমান মূল্য মাত্র $০.২৭ কিংবা এর থেকে কম। আমার বেক্তিগত মতামত হলো টোকেনটির মূল্য আরও বাড়বে, তাই যারা রিস্ক নিতে চান তারা নিজের রিস্কে টোকেনটি কিনতে পারেন ।

আমি যা এয়ারড্রপ পেয়েছি সেটির বর্তমান মূল্য $২৯০ এবং আমি টোকেনগুলো জমিয়ে রাখব। আমার টার্গেট $১ এবং সেটি এই বুলমার্কেটে আশা করা যায়।
https://www.coingecko.com/en/coins/merkle-trade

বর্তমানে টোকনটির মূল্য $০.৩৬ এবং কিছুদিন আগে $০.৪৫ স্পর্শ করেছিলো। Aptos narrative চালু হইলে আশা করি, এটি $১ কিংবা এর বেশি মূল্যে পৌছাবে। কারণ Aptos চেইনে সম্ভবত ২টা Perp/Derivative Dex আছে এবং এটি সেরা ১ এ রয়েছে।



আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম!

শুধু বিটকয়েন নিয়ে পইড়া থাকলে হবে নাহ, মার্কেটে যেকোনো পরিস্থিতিতে আপনি কিংবা আমরা সবাই লাভ করতে পারবো। এইজন্য আমাদেরকে মার্কেটে কেমন narrative চলতেছে সেটি জানতে হবে। তাহলে বুল কিংবা বেয়ার যেকোনো মার্কেটে আমরা লাভ করতে পারবো। ল্যাপটপে আজকে আর বেশিকিছু লেখলাম নাহ, কিন্তু পরের পোস্টে বিষয়টি নিয়ে লেখব।  Wink

এর আগে এটি নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়ে উঠেনি। যাইহোক সময় পাইলে এটি নিয়ে একদিন পোষ্ট করবো। বর্তমানে ২-৩টি narrative চলেতেছে, সেগুলো আপনাদের জন্য নিচে দিয়ে দিলাম। বুদ্ধিমানের জন্য ইছারাই যথেষ্ট, তাই যারা লাভ করতে চান তারা এইসব narrative এর প্রজেক্টগুলো নিয়ে বিশ্লেষণ শেষে trade/invest করতে পারেন।

- DePin
- AI Agent
- DeSci

তাহলে পরবর্তী পোষ্টে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করবো। ভালো থাকবেন সবাই!