বাহ, আবার সেরা ৫ এ চলে এসেছি। আপনার এই মাসিক রিপোর্টগুলো দেখলে মন চায় যে, আবার ফোরামে ফিরে এসে সেরা ১ এ চলে যাই। কিন্তু পোষ্ট করার তেমন আর সময় হয় নাহ। আবার সময় পাইলেও দেখা যায় যে, অনেকে আমার পোষ্টগুলো এড়িয়ে চলে। আর এমন হলে আগ্রহ কমে যায়, এখানে পোষ্ট করার জন্য।
এর আগে এটি নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়ে উঠেনি। যাইহোক সময় পাইলে এটি নিয়ে একদিন পোষ্ট করবো। বর্তমানে ২-৩টি narrative চলেতেছে, সেগুলো আপনাদের জন্য নিচে দিয়ে দিলাম। বুদ্ধিমানের জন্য ইছারাই যথেষ্ট, তাই যারা লাভ করতে চান তারা এইসব narrative এর প্রজেক্টগুলো নিয়ে বিশ্লেষণ শেষে trade/invest করতে পারেন।
- DePin
- AI Agent
- DeSci
তাহলে পরবর্তী পোষ্টে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করবো। ভালো থাকবেন সবাই!
সবই বুঝলাম বাট আপনি টপ ৫ এ গেলেন কেমনে। আপনাকে তো অনেক রেয়ারলি দেখা যায়। ঠাস করে এসে পোস্ট করে আবার গায়েব হয় যান! এতগুলো পোস্ট করলেন কোন ফাকে?
এগুলো কি প্রজেক্ট নাকি টোকানের নাম?
আমি বেশ কিছু অল্ট হোল্ড করতেছি। আর সেগুলো ম্যাসিভ পাম্প করছে। সব্বোচ্চ ৩৫০% অব্ধি টোটাল পাম্প লক্ষ করছি। আপনার পোর্টফলিও তে এই কয়েনের একটাও আছে?
LINK
NEAR
AAVE
VANRY
আমি এগুলো নিয়ে অনেক আশাবাদী। বাইদাওয়ে ইগনোর করুক আর না করুক শেয়ার কইরেন ভাই, একজন হলেও উপকৃত হবে এখান থেকে।